ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

প্রশংসায় ভাসছে ‘মিস মার্ভেল’ কমলা খান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুন ১০ ১৪:০০:১৩
প্রশংসায় ভাসছে ‘মিস মার্ভেল’ কমলা খান

স্টুডিও/বিবিসিএ সিরিজের কাহিনী গড়ে উঠেছে অ্যাভেঞ্জার্স কমিক বইয়ের ভক্ত কিশোরী কমলা খানকে কেন্দ্র করে; যে চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি-কানাডিয়ান ইমান ভেলানি। গার্ডিয়ানের রিভিউয়ে তার অভিনয় পেয়েছে পাঁচে পাঁচ।

টিভি সমালোচক লুসি ম্যাঙ্গান লিখেছেন, একজন তরুণ অভিনেতা কেমন করবেন, সে বিষয়ে বেশিরভাগ সময় নিশ্চিত হওয়া যায় না। তবে ভেলানিকে দেখে মনে হয়েছে, জাদুকরি ক্ষমতা যেন তার জন্মগত।

ফোর-স্টার রিভিউয়ে ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে, পর্দায় ভেলানির অভিষেক যেমন অ্যাডভেঞ্চারের আনন্দ দিয়েছে, তেমনি সুপারহিরো কমিকের ‘শয়তানের বিরুদ্ধে লড়াইয়ের’ ঐতিহ্যও ধরে রেখেছে।

স্টুডিও/বিবিসিসিএনএন লিখেছে, মিস মার্ভেলের নতুন ট্রেইলারে কমলা যেন কমিক বইয়ের পাতা থেকে চলে এসেছেন পর্দায়। এই কিশোরী একজন পাকিস্তানি-আমেরিকান। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হাই স্কুলের এই ছাত্রী ডুডল তৈরি করে তার স্বপ্নের সুপারহিরোদের দলে যোগ দেওয়ার স্বপ্নে বিভোর।

২০১৩ সালে মার্ভেলের কমিক বইতে প্রথম কমলা খান চরিত্রটি মুক্তি পায়। পরের বছর মিস মার্ভেল হিসেবে তার নিজস্ব সিরিজ শুরু করে মার্ভেল। এটাই মার্ভেলের প্রথম মুসলিম-আমেরিকান সুপারহিরো চরিত্র।

সিএনএন লিখেছে, একদিন হয়ত মার্ভেলের সবচেয়ে ক্ষমতাধর সুপারহিরোদের দলে যোগ দেবে কমলা। তার শুরুর দিনগুলোর গল্পই তুলে ধরা হয়েছে এ সিরিজে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ