ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

দীর্ঘ দুই বছর পর ডলারের দাম কমলো ৫০ পয়সা

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জুন ০৯ ১০:৪৬:৪৪
দীর্ঘ দুই বছর পর ডলারের দাম কমলো ৫০ পয়সা

অবশ্য বাংলাদেশ ব্যাংকের হিসাবে ডলারের দর কমলেও ব্যাংকগুলোতে ডলারের দাম বেড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৫০ লাখ ডলার বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক কিনেছে ৯৭ টাকা ৫০ পয়সা দরে। স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাবে ওই ডলার রক্ষিত ছিল। জরুরি আমদানি দায় মেটানোর জন্য ব্র্যাক ব্যাংককে এই ডলার কিনতে হয়েছে।

এদিকে সরকারি-বেসরকারি একাধিক ব্যাংক বুধবার ৯৪-৯৫ টাকা দরে প্রবাসী আয় এনেছে। রফতানি বিলও নগদায়ন করেছে একই দামে। আর আমদানিকারকদের কাছে বিক্রি করেছে ৯৬-৯৭ টাকা দরে।

ফলে ডলারের বাজারে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো এখনও দুই ধরনের ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংক বুধবার (৮ জুন) ৯১ টাকা ৫০ পয়সা দরে ১২ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে। নতুন এ দামে সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বুধবার ৯১ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে