ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

আইপিএল খেলবেন কিনা চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন তাসকিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ মার্চ ২১ ১৬:৩০:২৭
আইপিএল খেলবেন কিনা চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন তাসকিন

তাসকিনকে চেয়ে গৌতম গম্ভীরের ফোনের পর এটাই আজ বাংলাদেশের টক অব দ্য ক্রিকেট। আইপিএলে সুযোগ পেলে তাসকিন খেলতে যাবেন কি না, কিংবা বিসিবিও এ ব্যাপারে তাকে অনুমতি দেবে কি না, তা নিয়েই যত জ্বল্পনা-কল্পনা।

এরই মধ্যে তাসকিন এবং সাকিব আল হাসানের ইস্যু নিয়ে আজ বিসিবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানে তিনি জানিয়েছেন, তাসকিনের সঙ্গে আইপিএল বিষয়ক কথা হয়েছে বিসিবির। কিন্তু তাসকিন জানিয়ে দিয়েছেন, আইপিএলে সুযোগ পেলেও তিনি খেলতে যাবেন না।

জালাল ইউনুস বলেন, ‘তাসকিন ন্যাশনাল কমিটমেন্টকে বড় করে দেখছে। সুযোগ পেলেও সে আইপিএল খেলতে যাবে না। এর কারণ হলো, দক্ষিণ আফ্রিকা সফর শেষ হলেও দেশে আসার পর রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। ওই সিরিজে খেলতে হলে আইপিএল খেলা যাবে না। সে কারণে দেশের হয়ে খেলাকেই প্রাধান্য দিয়েছে তাসকিন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে