ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: অবশেষে জানা গেল শাহাজাদের এমন কান্ডে যে সিদ্ধান্ত নিল বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৪ ২১:১১:৩৫
ব্রেকিং নিউজ: অবশেষে জানা গেল শাহাজাদের এমন কান্ডে যে সিদ্ধান্ত নিল বিসিবি

ম্যাচ শুরুর আগে যখন দুই দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত, তখন শাহজাদকে ড্রেসিংরুমের সামনে ই-সিগারেট খেতে দেখা যায়।

আফগানিস্তান দলের দুই সতীর্থ ফজল হক ফারুকি ও কারিম জানাতের সঙ্গে আড্ডা দিতে দিতে ধূমপান করছিলেন শাহাজাদ। এ সময় শাহাজাদকে ধূমপান থেকে বিরত থাকতে ইশারা করতে দেখা যায় দলের কোচ মিজানুর রহমান বাবুল ও তামিম ইকবালকে। তাতে বিরক্ত হতেও দেখা যায় এই আফগান ক্রিকেটারকে। শেষে ফজল ফারুকি শাহাজাদকে টেনে ড্রেসিং রুমে নিয়ে যান।

শাহাজাদের এমন ঘটনায় বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বড় কোনও শাস্তি না দিলেও এই আফগান ক্রিকেটারকে সতর্ক করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

নিজাম উদ্দিন বলেন, “মোহাম্মদ শাহাজাদের মতো একজন ক্রিকেটারের কাছে এমন কিছু আমরা প্রত্যাশা করিনি। ক্রিকেট মাঠে এমন ঘটনা নেতিবাচক প্রভাব ফেলে। তাকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এ সব না ঘটে।”

এর আগে বিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান শাহাজাদের ধূমপান ইস্যুতে বলেন, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সামাজিক দৃষ্টিকোণ থেকে। তাছাড়া সে একজন ক্রিকেটার, তার থেকে শেখার আছে তরুণদের। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে