ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঢাকায় আসছেন জেমি সিডন্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ ফেব্রুয়ারি ০১ ১৩:৪৮:২৭
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঢাকায় আসছেন জেমি সিডন্স

তার অধীনে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ খেলেছে টাইগাররা। সে সময় অনেক তরুণ ক্রিকেটারকে বেছে নিয়েছিলেন তিনি। আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা ক্রিকেটারদের (সাকিব-মুশফিকুর তামিম-মাহমুদুল্লাহ) আবির্ভাব তার আমলেই।

তবে এবার আর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে নয় বরং জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। টাইগারদের সাবেক প্রধান কোচ অস্ট্রেলিয়া থেকে ঢাকা এসে পৌঁছাবেন বুধবার বিকেল চারটায়। বিসিবি সূত্রে জানা গেছে এ তথ্য।

সরাসরি জাতীয় দল নাকি পাইপলাইন তৈরিতে কাজ করবেন সিডন্স, তা গণমাধ্যমকে এখনো নিশ্চিত করেনি বিসিবি। তবে অস্ট্রেলিয়ান এই কোচ সপ্তাহখানেক আগে ভিডিও বার্তায় ধারণা দেন পুরনো কর্মস্থলে কাজের নতুন ধরণ সম্পর্কে।

‘বাংলাদেশে তরুণ প্রতিভাদের নিয়ে কাজ করব বলে আশা করছি। সেখানকার জাতীয় দল এবং ওদের জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করব। এই কাজটা আমার খুব পছন্দের, তরুণ ক্রিকেটারদের খেলায় উন্নতি আনতে সাহায্য করা।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে