ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: জায়েদ খানের ফাঁস হওয়া দুটি স্ক্রিনশট নিয়ে যা জানালো সাইবার ক্রাইম ইউনিট

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জানুয়ারি ৩১ ১৯:৩৯:১৩
ব্রেকিং নিউজ: জায়েদ খানের ফাঁস হওয়া দুটি স্ক্রিনশট নিয়ে যা জানালো সাইবার ক্রাইম ইউনিট

সংবাদ সম্মেলনে দুটি স্ক্রিনশট দেখান নিপুণ। সেখানে জায়েদ খানের সঙ্গে নাম না জানা একজনের কথোপকথন রয়েছে। সেখানে জায়েদ খান লিখেছেন, ভাইয়া পেমেন্ট ক্লিয়ার নো টেনশন।

অপর প্রান্ত থেকে এক ‘ভাইয়া’ লেখেন, বেশ। তাদের সবাইকে বিএফডিসির গেট থেকে দূরে অবস্থান করতে বলে দিয়েছি আমি। তুমি বুকে সাহস রেখে কাজ চালিয়ে যাও।

জায়েদ আবার লেখেন, ভাইয়া, হারুন (প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন) ভাই বলল, রিয়াজকে সরাতে হবে।

‘ভাইয়া’ লেখেন, শোনো জায়েদ, সব তোমার ইচ্ছেমতো হলে চলবে না। প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হবে। রিয়াজকে টেকনিক্যালি এখন কিছু করতে গেলে তাতে তোমার ওপর চাপ সৃষ্টি হবে। রিয়াজ বরং ভেতরেই থাকুক। বিকল্প উপায় বের করো।

এমন আরো কিছু কথা আছে স্ক্রিনশট দুটিতে। নিপুণের দাবি, ভোটে অনৈতিক প্রভাব খাটিয়েছেন জায়েদ।

এমন অভিযোগের রোববার রাতে জায়েদ গণমাধ্যমকে জানান, যে স্ক্রিনশট নিপুণ দেখিয়েছে, সেটি নির্বাচনের আগের দিনই জায়েদের কাছে এসেছে এবং তিনি সাইবার ক্রাইম ইউনিটে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন।

সোমবার দুপুরে জায়েদ খান বলেন, স্ক্রিনশটটি যে সুপার এডিটেড, তার প্রমাণ পাওয়া গেছে। আমি সইবার ক্রাইমে অভিযোগ করেছিলাম। ডিসি, ডিবি (স্পেশাল সাইবার ক্রাইম) শরিফুল ইসলাম আমাকে জনিয়েছেন, এটা একটা অ্যাপ থেকে করা হয়েছে। কে, কখন, কোথা থেকে করা হয়েছে তা নিয়ে এখনো আমাকে কিছু জানাননি। তবে তারা আশ্বাস দিয়েছেন, যারা কাজটি করেছেন, তাদেরকেও ধরা হবে।

এ ব্যাপারে ডিবি (স্পেশাল সাইবার ক্রাইম) শরিফুল ইসলাম বলেন গণমাধ্যমকে বলেন, শিল্পী সমিতি নিয়ে কিছু জানি না।

তবে নাম প্রকাশ না করারা শর্তে কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, জায়েদ খানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টা যাচাই করে দেখেছি। যে স্ক্রিনশটটি নিয়ে কথা বলা হচ্ছে সেটি এডিট করা।

নির্বাচনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে তথ্যসন্ত্রাস চলছে বলে মনে করেন জায়েদ খান। কর্ম আর সততাই তার মূল শক্তি বলেও মন্তব্য করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে