ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

বাংলাদেশী ক্রিকেটারদের অপমানের নতুন পরিকল্পনা আইপিএলের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জানুয়ারি ২৪ ১৪:৩৪:০২
বাংলাদেশী ক্রিকেটারদের অপমানের নতুন পরিকল্পনা আইপিএলের

তাহলে কি এবার সেই সোনার হরিণ দিয়ে ফাদ পাততে যাচ্ছে ভারত। আগের বছরের সাদামাটা পারফরম্যান্সের পর কলকাতা সাকিব আল হাসানকে ছেড়ে দেয় ফলে ড্রাফটে নাম আসে এই অলরাউন্ডারের। তবে এবারে ড্রাফটে সাকিবের নাম সর্বোচ্চ ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে আসে ব্যাপারটি সাকিব এবং বাংলাদেশের জন্য যথেষ্ট সম্মান জনক হলেও এরমধ্যে একটি ফাঁদ থাকতে পারে।

বিগত আইপিএলে আট ম্যাচে মাত্র চার উইকেট শিকার এবং ব্যাট হাতে ৪৭ রান করা সাকিবকে এত টাকা দিয়ে কিনতে যাবে তো কোন ফ্র্যাঞ্চাইজি। যদি ও আগের মৌসুমী ৩ কোটি ২০ লাখ রুপি দিয়ে কলকাতা সাকিবকে কিনলেও পারিশ্রমিকের সাথে পারফরম্যান্সের বিস্তর পার্থক্য ছিল।

সাকিবের সাম্প্রতিক ফ্রম খুব একটা ভালো নয় যদি আইপিএল শুরু হওয়ার আগে আগে সাকিব নিজের সেরা ফর্মে না আসতে পারে তাহলে ভাগ্য ঘুরে যেতে কতক্ষণ? অপরদিকে মোস্তাফিজুর রহমানকে নিয়ে এ শঙ্কা টা অবশ্য নেই। সাকিবের মতোই সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন তিনি।

তবে আগের আইপিএলে তার পারফরম্যান্স ছিল অসাধারণ মাত্র এক কোটি রুপিতে মুস্তাফিজ কে কিনে বাজিমাত করেছিলেন রাজস্থান রয়েলস। সাকিব মুস্তাফিজ ছাড়াও আরও ৭ বাংলাদেশী ক্রিকেটার ড্রাফটে নাম লিখিয়েছেন তবে তাদের নাম প্রকাশ করেনি আইপিএল গভর্নিং কাউন্সিল।

এবারের ড্রাফটে মোট ৩১৮ বিদেশি ক্রিকেটার নাম লেখানো সুযোগ পেয়েছে এর মধ্যে সর্বোচ্চ ৫৯ ক্রিকেটার অস্ট্রেলিয়ার পরবর্তী স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা তবে চমকপ্রদ' ব্যাপার হলো বাংলাদেশ থেকে ৯ জন ক্রিকেটার ড্রাফটে নাম লেখালেও আইসিসির সহযোগী দেশ নেপাল থেকে নাম লিখিয়েছে ১৫ ক্রিকেটার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে