গোপন তথ্য ফাঁস: বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা

সম্প্রতি আলোচনায় এসেছে সেই সম্পর্ক। শোনা গেছে, শাহরুখের সঙ্গে কাজ করার আগে থেকেই নাকি তার প্রতি আগ্রহ ছিল প্রিয়াঙ্কার। যদিও প্রকাশ্যে এ বিষয়ে কিছুই বলেননি তিনি। সে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি শাহরুখ খানও। বরাবরই প্রিয়াঙ্কাকে সহকর্মী বলে পরিচয় দিয়েছেন।
২০০৬ সালে প্রিয়াঙ্কার সঙ্গে প্রথম বড়পর্দায় জুটি বাঁধেন শাহরুখ। সেটি ছিল ফারহান আখতারের ডন মুভি। যদিও আগে থেকেই পরিচয় ছিল তাদের। তবে ডন মুভির পর তার সিক্যুয়েলের সেটে শাহরুখ ও প্রিয়াঙ্কা কাছাকাছি এসেছিলেন। তারপর ২০১১ সালে ডন-২ মুভি করা সময় দুইজনকে শ্যুটিংয়ের বাইরেও একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। সে সব ছবিও ধরা পড়েছে বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায়।
এরপর ইন্ডাস্ট্রির বহু পরিচালক-প্রযোজকদের প্রিয়াঙ্কাকে তাদের ফিল্মে নেয়ার জন্য নাকি অনুরোধও করেছিলেন শাহরুখ। এক সময় আইপিএলে তার মালিক শাহরুখের পাশেও ঘন ঘন দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকলেই দলকে উৎসাহ দিতে শাহরুখের কাছাকাছি তাকে দেখা যেত। এমনকি শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এও প্রিয়াঙ্কা প্রায়ই যেতেন বলে জল্পনা। ফলে দুইজনে যতই অস্বীকার করুন না কেন, তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে সময় লাগেনি।
সে সময় কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে প্রিয়াঙ্কার গালে চুম্বন একে দিয়েছিলেন শাহরুখ। সে ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। এ সব দেখে রেগে গিয়েছিলেন শাহরুখের পত্নী গৌরী। পার্টিতে কেন প্রিয়াঙ্কার সঙ্গেই বেশি সময় কাটান শাহরুখ? তা নিয়ে প্রকাশ্যেই নাকি স্বামী-স্ত্রী কথা কাটাকাটি শুরু করে দিয়েছিলেন। এমনকি প্রিয়াঙ্কার সঙ্গে ফের বড়পর্দায় দেখা গেলে বিবাহ বিচ্ছেদের হুমকিও নাকি দিয়েছিলেন গৌরী। বলিউডের বাদশা নাকি নিজের ভাবমূর্তির খাতিরেই গৌরীর দাবি মেনে নিয়েছিলেন।
এরপর প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বাঁধেননি শাহরুখ। অনেকে তো এ-ও বলেন, গৌরীর কথাতেই নাকি কর্ণ জোহরসহ বলিউডের একাংশ প্রিয়াঙ্কাকে বয়কটও করেন।
এক সময় তো শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার ‘সালুট’ নামে একটি বায়োপিক করার কথাও উঠেছিল। তবে সে ফিল্মে শাহরুখকে দেখেই নাকি পিছিয়ে যান প্রিয়াঙ্কা।
বলিউড ছেড়ে ২০১৫ সালে কোয়েন্টিকো সিরিজের হাত ধরে হলিউডে যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা। তারপর থেকে দু’একটি বাদে হলিউডেই কাজ করছেন তিনি।
হলিউডে সাফল্যের ফাঁকেও শাহরুখের সঙ্গে তার ‘সম্পর্কে’র কথা উঠে এসেছে। শাহরুখের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা এক সময় একটি চ্যাট শোয়ে কার্যত স্বীকার করে নেন প্রিয়াঙ্কা। সে সময় একটি জ্যাকেট দেখিয়ে তিনি জানিয়েছিলেন, তার প্রাক্তন প্রেমিক তাকে সেটি উপহার দিয়েছেন। ঐ একই রকম জ্যাকেট এর আগে শাহরুখকেও পরতে দেখা গিয়েছে!
বলিউডে আরো একটি গুঞ্জন রয়েছে। অনেকে বলেন, কানাডার টরন্টোয় গোপনে বিয়েও করে ফেলেছিলেন শাহরুখ এবং প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার অসুস্থ বাবা নাকি চেয়েছিলেন নিজের মেয়ের বিয়ে দেখে যেতে চেয়েছিলেন। তবে ডন-২ পর প্রকাশ্যে দূরত্ব বজায় রেখেই চলেছেন দুই তারকা!
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ
- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি আর নেই — শোকস্তব্ধ বিশ্ব