ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এক মন্তব্য করেই ফেঁসে গেলেন অভিনেতা সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২২ জানুয়ারি ১৩ ১৪:৫৯:৪৬
এক মন্তব্য করেই ফেঁসে গেলেন অভিনেতা সিদ্ধার্থ

ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারা এবং তথ্য প্রযুক্তি আইনের ৬ ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তাকে নোটিশও পাঠানো হয়েছে। ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে এমন পরিস্থিতিতে পড়েছেন তিনি।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি টুইট করেন সাইনা। এরপর তাকে নিয়ে কটাক্ষ করেন সিদ্ধার্থ। যদিও পরবর্তী সময়ে একটি বিবৃতি প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন তিনি।

নিজেকে উদার ও প্রগতিশীল হিসেবে দাবি করেন সিদ্ধার্থ। ভারতের বিজেপি সরকারের কঠোর সমালোচক ৪২ বছর বয়সী এই অভিনেতা। বিভিন্ন সময়ে মোদি সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি। এ নিয়েও তাকে বিতর্কের মুখে পড়তে হয়েছে। নরেন্দ্র মোদি সরকারের প্রশংসা করায় এর আগে অভিনেতা অনুপম খেরের একটি টুইট নিয়ে কটাক্ষ করেছিলেন সিদ্ধার্থ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে