ব্রেকিং নিউজ: বিয়ে করেছেন শাকিব-বুবলী

ভিডিওতে মালেক আফসারী বলেন, ‘পাসওয়ার্ড করার সময়ই বুঝে নিয়েছি এই দু’জনের মধ্যে একটা সম্পর্ক আছে। কিন্তু আমি যেটা মনে করি, তিনি (শাকিব) তো হজ করেছেন। একজন হাজী কখনো না-জায়েজ কাজ করতে পারেন না। এই সেন্সে আমার মনে হয়, তারা (বুবলী-শাকিব) বিয়ে করে নিয়েছেন।’
পরিচালক আরও বলেন, আমি ‘পাসওয়ার্ড’ ছবি করতে গিয়ে দেখেছি, খুব পেশাদারিত্ব বুবলীর। শাকিব খানের সঙ্গে যে তার সম্পর্ক আছে, এটা বাহ্যিক দিক থেকে শুটিং-লোকেশনে দেখে বিন্দুমাত্র বুঝতে পারবেন না এবং এক মেকআপ রুমও ব্যবহার করেন না তারা। দু’জন আলাদা রুম ব্যবহার করেন। আমি তো আউটডোরেও কাজ করেছি তাদের সঙ্গে। একটা জাহাজের ভেতরে শুটিং করেছি। জাহাজের ভেতরে প্রায় ৩৩ ঘণ্টার মতো ছিলাম। দু’জনে আলাদা আলাদা রুম ব্যবহার করেছেন। বিষয়টা আমার ভালো লেগেছে। ভেতরে ভেতরে যা-ই থাকুক, দু’জনের পার্সোনালিটি রয়েছে।’
সাম্প্রতিক গুঞ্জনে বিভিন্ন বিষয়ে মালেক আফসারী বলেন, ‘ভেতরের খবরটা আমি এখন বলছি- এই যে একটা টিম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমেরিকা গেল, যাওয়ার পর ওই টিমের সঙ্গে পরে যোগ হলো বুবলী। একজন চলে গেছেন সঙ্গে, আরেকজন পরে গেছেন। আর বুবলীর আমেরিকার ভিসা আছে, তিনি এর আগেও অনেকবার গিয়েছেন। তার স্ট্যাটাস দেখলে আপনি বুঝবেন, তার অনেক স্মৃতি আছে সেখানে।’
ভাইরাল হওয়া ছবি দুটি প্রসঙ্গে বলেন, ‘দুইটা ছবি জোড়া দেয়া হয়েছে। জোড়া দেয়ার কী আছে? এ তো আগেই জোড়া লেগে আছে! হ্যাঁ, আমি চরম সত্য কথা বলব আপনারা হিসাব মিলিয়ে নেবেন। মাঝখানে শোনা যায়নি? বুবলী অন্তঃসত্ত্বা, গুজব। আমাদের দেশে একটা সমস্যা কি জানেন? বাচ্চা হয়ে যাওয়ার পর এসে প্রকাশ করি আমার বাচ্চা হইছে, এখন আমারে স্বীকৃতি দেয় না। বলিউডে দেখেন, এই যে ক্যাটরিনার বিয়ে হইছে এক মাসব্যাপী খালি উৎসব। আর একটার পর একটা অনুষ্ঠান এবং সিলেক্টেড গেস্ট। ৩৯ শর্ত মেনে অতিথিরা গেছেন। ওইখানে কেউ ভিডিও করতে পারবে না। কারণ তাদের বিয়ের মূল ভিডিও ফুটেজ তারা বিক্রি করে দিয়েছেন। স্পন্সরে বিয়ে হয়েছে, তারকাদের বিয়ে স্পন্সরেও হয়। তাহলে আমাদের তারকাদের বিয়ে কেন স্পন্সরে হবে না?’
তিনি আরো বলেন, ‘আমাদের তারকারা কেন গোপনে করবে, জানি না। কিন্তু তাদের চালচলন-গতিবিধি যদি কেউ পর্যবেক্ষণ করেন ও যেই টিমটা তাদের নিয়ে গেছে তাদের হিসাবটাও দেখেন। নিয়ে গিয়ে, একই হোটেলে রেখেছেন। তারাও যুক্তি দেখাতে পারেন যে সেই হোটেলে পুরো টিমই ছিল। যার যার মতো করে সেলফি তুলছে এই যুক্তি দেখানোও যায়। অনেক নিউজে বলছে তারা (শাকিব-বুবলী) এক রুমে থাকছেন! থাকতেই পারেন- কারণ চেয়ার কখনো খালি থাকে না। চেয়ার খালি রাখবেন, কেউ না কেউ বসেই পড়বে।’
এছাড়া যুক্তরাষ্ট্রে ছেলেসহ নাগরিকত্বের আবেদন করেছেন শাকিব। কখনো শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রেই স্থায়ী হতে যাচ্ছেন ঢাকাই ছবির এই সুপারস্টার। এ প্রসঙ্গে পরিচালক মালেক আফসারীর মতে, ‘তিনি (শাকিব খান) জালে ফেঁসে গেছেন। এখন ওই জাল থেকে বের হওয়ার জন্য হয়তো সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকায় সেকেন্ড হোম গড়ে তোলার।’
শেষে মালেক আফসারী বলেন, ‘যার যার জীবন তার তার। কে কোথায় থাকবে, কার সঙ্গে শান্তি আসবে সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না বলে, না বলুক। শিল্পীদের ব্যক্তিগত জীবন আমাদের জানার অধিকার আছে। কারণ আমরা বলে থাকি, শিল্পীরা জাতীয় সম্পদ।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পিএসএল ২০২৫: রিশাদ হোসেনের প্রথম অনুশীলনেই দুর্দান্ত বোলিং
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পিএসএল ২০২৫: লিটনের জোড়া ছক্কা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি আর নেই — শোকস্তব্ধ বিশ্ব
- ঢাকার বিক্ষোভে নেতানিয়াহুর ছবি পেটানো, ইসরায়েলি মিডিয়ায় আলোড়ন
- সম্প্রীতির ডাক: জাতির উদ্দেশে সেনাপ্রধানের হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা
- কঠোর অভিযানে কাঁপছে সৌদি—প্রবাসীদের জন্য দুঃসংবাদ
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ
- শিকাগো বনাম মায়ামি ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয় মোড়
- মিউচুয়াল ফান্ড খাতের ভবিষ্যত হুমকির মুখে, কর সুবিধা বাতিলের প্রস্তাব
- ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ