ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সানি লিওনের দেহরক্ষীর বেতন কত কোটি, জানলে চমকে উঠবেন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ ডিসেম্বর ১৫ ২১:২৬:৩৯
সানি লিওনের দেহরক্ষীর বেতন কত কোটি, জানলে চমকে উঠবেন

সানি লিওনের দেহরক্ষীর নাম ইউসুফ ইব্রাহিম। অভিনেত্রী যেখানেই যান, তার সঙ্গে ছায়ার মতো লেগে থাকেন ইউসুফ। যথেষ্ট ভরসাযোগ‍্য দেহরক্ষী তিনি। সর্বক্ষণ সানির সঙ্গে থাকতে থাকতে তার পরিবারের একজন সদস‍্যের মতো হয়ে গেছেন।

ইউসুফকে নিজের ভাইয়ের মতো দেখেন সানি লিওন। প্রতি বছর নিয়ম করে তাকে রাখি পরান এই অভিনেত্রী। এমনকি তার স্বামী ড‍্যানিয়েল ওয়েবরের সঙ্গেও খুব ভাল সম্পর্ক ইউসুফের।

এমন বন্ধু তথা ভাইয়ের মতো মানুষ যদি দেহরক্ষী হন তাহলে তাকে চোখ বুজে ভরসা করাই যায়। অবশ‍্য সর্বক্ষণ সানিকে চোখে চোখে রাখার জন‍্য বড় অঙ্কের টাকা পারিশ্রমিকও পান ইউসুফ।

জানা যায়, সানি লিওনের দেহরক্ষী হওয়ার জন‍্য বার্ষিক প্রায় এক কোটি টাকা পারিশ্রমিক পান ইউসুফ। বলিউড তারকাদের থেকে কোনো অংশেই কম নন সানির দেহরক্ষী।

প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউডে বেশ ব‍্যস্ত শিডিউল সানির। ‘অনামিকা’ ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। এছাড়াও শোয়ের প্রযোজনাও করছেন। কিছুদিন আগেই একটি অনুষ্ঠানের জন‍্য বাগডোগরা হয়ে সিকিম গিয়েছিলেন এই অভিনেত্রী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে