ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বিপিএল প্লেয়ার ড্রাফট: আকাশ ছোয়া মুল্যে নিলামে সাকিব, তামিম, মুশফিকরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ ডিসেম্বর ০৭ ১০:৩৩:৪০
বিপিএল প্লেয়ার ড্রাফট: আকাশ ছোয়া মুল্যে নিলামে সাকিব, তামিম, মুশফিকরা

আসন্ন আসরে ছয় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। এ প্লাস, এ, বি, সি, ডি ও ই।

ক্যাটাগরি অনুযায়ী মূল্য:

এ প্লাস ক্যাটাগরি- ৫০ লাখ – প্রতি দলে ১ জন খেলবে।

এ, ক্যাটাগরি ২৫ লাখ – প্রতি দলে ১ জন খেলবে ।

বি- ক্যাটাগরি ১৮ লাখ। প্রতি ২ জন খেলবে ।

সি ক্যাটাগরি- ১২ লাখ প্রতি -২ জন খেলবে।

ডি ক্যাটাগরি- ৮ লাখ প্রতি দলে -৩ জন খেলবে।

ই ক্যাটাগরি – ৫ লাখ – প্রতি দলে ৫ জন খেলবে।

অন্যদিকে বিদেশী ক্রিকেটারদের পারিশ্রমিক এখনো ধার্য করা হয়নি। এবারের আসরে বিদেশী ক্রিকেটারদের নিবন্ধনে কিছুটা পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যেক দলকে নিতে হবে ৭ জন বিদেশী ক্রিকেটারকে। যেখানে পাঁচজনকে নিলাম থেকে আর বাইরে থেকে ২ জনকে নেওয়ার সুযোগ থাকবে। তবে একাদশে একটি দল খেলাতে পারবে একসাথে সর্বোচ্চ তিন বিদেশীকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে