ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

চলছে ধর পাকড়: তিন ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জনকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ নভেম্বর ১৭ ১২:৩২:২৭
চলছে ধর পাকড়: তিন ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জনকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন

কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন জানিয়েছেন, আ’টকরা ইন্দোনেশিয়া, বাংলা’দেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এ ইমিগ্রেশন কর্মকর্তা আরও জানান, অভিযান চালানোর আগে দীর্ঘদিন ধরে অ’বৈধ অভিবাসীদের কার্যকলাপ ও গতি’বিধি পর্য’বেক্ষণ করছিল দেশটির এফোর্সমেন্টের কর্মকর্তারা। আটকরা বেশিরভাগই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল। তাদের অ’নেকের পা’সপোর্টের মেয়াদ শেষ হয়ে গে’ছে এবং কারো কারো কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না, যারা অবৈধভাবেই দেশটিতে বসবাস করছিল।

তিনি জানান, এছা’ড়া আটক এ অভিবাসীদের বাসস্থানটিও ছিল খুব বিপজ্জনক। যেখানে বৈদ্যুতিক তার এবং জলের কলের সং’যোগগুলি সঠিকভাবে যুক্ত ছিল না। নির্মাণ মালিকেরা বোর্ড ব্যব’হার করে শ্রমিকদের জন্য পাঁচটিরও বেশি ছোট কক্ষ তৈরি করে দিয়েছিলেন। সেগুলো’তেই তারা ভাড়া থা’কতো। এছাড়া অগ্নিকাণ্ডের ক্ষেত্রেও কক্ষগুলো ছিল খুবই অনিরাপদ।

আটক ব্যক্তিদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এবং ১৫ (১) (সি) এর অধীনে আটকদের বিষয়ে আরও তদন্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে