ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

তামিল অভিনেত্রী উমার মৃত্যু

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ অক্টোবর ১৮ ১৬:০৩:১২
তামিল অভিনেত্রী উমার মৃত্যু

নিয়মিত অভিনয় করে অসংখ্য ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন উমা মহেশ্বরী। তার মৃত্যুতে তামিল সিনেমা এবং সিরিয়াল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

তামিল টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মিট্টি ওলি’র ভিজি চরিত্রের অভিনয় করে দর্শকের প্রচুর প্রশংসা পেয়েছিলেন উমা। এছাড়াও তিনি ‘ওরু কধাইয়িন কধাই’ এবং ‘মঞ্জল মাগিমাই’র মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান।

বড় পর্দাতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। ‘ভেত্রী কোডি কট্টু’, ‘উনাই নিনাইথু’ এবং ‘আলি অর্জুন’ এর মতো সিনেমায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন উমা। ‘ই ভার্গভি নিলাম’ নামে একটি মালায়ালাম সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এই তারকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে