ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বুবলির কথার পাল্টা জবাবে দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ সেপ্টেম্বর ২৯ ১৪:৪৮:৪৬
বুবলির কথার পাল্টা জবাবে দিলেন অপু বিশ্বাস

তিনি গণমাধ্যমকে জানান, ‌আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঝামেলা ছিল। সেটাও শুধু শাকিব খানের সঙ্গে। এর বাইরে আমার কারো সঙ্গে কোনো ঝামেলা নেই। এমনকি আমি পেশাদার জীবনে ক্লিন। যেহেতু আমি পেশাদার শিল্পী, তাই কাজের ক্ষেত্রে কারো সঙ্গে কাজ করতে আপত্তি নেই।

নির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ না করার শর্তে অপু বিশ্বাস বলেন, পেশাগত জীবনে আমার কাছে সবাই সমান। প্রত্যেক নায়িকাই আমার সহশিল্পী। কাউকে আলাদাভাবে দেখি না। সবাইকে রেসপেক্ট করি। কাজের জায়গায় আমি সবসময় ফেয়ার। তাই তাদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই। আমি মনে করি ভালো কাজ ও গল্পের প্রয়োজনে সবার সঙ্গে কাজ করাই বেটার।

সম্প্রতি ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈশা খাঁ’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন অপু। এদিকে আগামী ১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে বুবলির ‘চোখ’ সিনেমাটি। এছাড়া কয়েকদিন আগে তিনি ‘তালাশ’ সিনেমার শুটিং শেষ করেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে