ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফিনিশার নেই: পন্টিং

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ সেপ্টেম্বর ০৪ ১৫:৫১:৩৫
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফিনিশার নেই: পন্টিং

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বেশ কিছুদিন আগেই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলটিতে ফিনিশারের দায়িত্বে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড এবং অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ ইংলিস।

এই ব্যাটসম্যানদের প্রত্যেকেই অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসর বিগ ব্যাশ লিগে টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন। পাঁচ-ছয় নম্বরে বিশেষজ্ঞ কোনো ব্যাটসম্যান অস্ট্রেলিয়া দলে নেই। পন্টিংয়ের দুশ্চিন্তা এখানেই।

তিনি বলেন, 'আমাদের টি-টোয়েন্টি দলের ব্যাটসম্যানরা বিগ ব্যাশে তাদের দলের হয়ে এক, দুই বা তিনে ব্যাটিং করে। আর বিগ ব্যাশ লিগে তাদের দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চলে যায়। এভাবে তারা অস্ট্রেলিয়া দলের হয়েও সুযোগ পেয়ে যায়। তাদের বিগ ব্যাশের দলে পাঁচ ছয়ে কারা ব্যাটিং করে? তাদের মধ্যে অস্ট্রেলিয়া দলে কে আছে? কেউই নেই!'

আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে সবসময় নিচের দিকে নেমে ব্যাটিংয়ে দেখা যেত মহেন্দ্র সিং ধোনি, কাইরন পোলার্ডের মতো ফিনিশারদের। অস্ট্রেলিয়া দলে সেরকম প্রতিষ্ঠিত কোনো ফিনিশার না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন পন্টিং।

তিনি আরও বলেন, 'কাইরন পোলার্ড, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়াদের মতো ফিনিশারদের আমি দেখেছি। তারা তাদের পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারে কোথায় ব্যাটিং করেছে? এটাই তাদের খেলা। বিগ ব্যাশের খেলায় যারা নিচের দিকে নেমে বিধ্বংসী ইনিংস খেলে তারা তো আমাদের দলে নেই। থাকলে আপনি বলতে পারতেন, তুমি ছয় নম্বরে নামবে এবং আমরা জানি, ১৫ বল খেললে তুমি ৩০ রান করবে!'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে