ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

আফিফের ইনজুরি নিয়ে সর্বশেষ তথ্য দিলেন অধিনায়ক রিয়াদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ আগস্ট ৩১ ১৪:৫৩:২১
আফিফের ইনজুরি নিয়ে সর্বশেষ তথ্য দিলেন অধিনায়ক রিয়াদ

জিম্বাবুয়ে সফরের পর দেশে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তার অল-রাউন্ড নৈপূন্যতা মুগ্ধ করেছে ক্রিকেট সমর্থকদের। সে অনুযায়ী প্রত্যাশা বেড়ে নিউজিল্যান্ড সিরিজেও। তবে অনুশীলনে তাসকিন আহমেদকে খেলতে গেলে কনুইয়ে বল লেগে চোট পান।

যদিও সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ থেকে জানানো হয়, ‘আফিফ কনুইয়ে ব্যথা পেয়েছিল। তবে বড় কিছু ঘটেনি। এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্ট থেকে মেডিক্যাল বিভাগে স্ক্যান করার জন্য বলা হয়নি। তার যে চোট এমনিতেই সেরে যাওয়ার মতো, না হয় স্ক্যান-এমআরআই করা লাগতো।’

বুধবার দুপুরে আরও পরিষ্কার করে জানিয়ে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আফিফের খেলার বিষয়টি নিশ্চিত করে মাহমুদউল্লাহ বলেন, “আফিফ এই মুহূর্তে ভালো আছে। কালকে (বুধবার) আশা করি ওকে আমরা পাবো।”

১ সেপ্টেম্বর থেকে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে