ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাদ পড়ছে সৌম্য সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাচ্ছে যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ আগস্ট ২৮ ১৫:০৮:৩৬
বাদ পড়ছে সৌম্য সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাচ্ছে যারা

ইতিমধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাপুয়া নিউগিনি ক্রিকেট বোর্ড।

এদিকে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ধারণা করা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি পরে যেকোনো মুহূর্তে ঘোষণা করা হবে ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড।

বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন ১৯ জন ক্রিকেটার। তবে এই ১৯ জনের থেকে বাইরে রয়েছেন তামিম ইকবাল।

বর্তমানে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে তিনি থাকবেন এটা একপ্রকার নিশ্চিত। এদিকে গত দুটি টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের ওপেনিংয়ে দেখা গিয়েছে নাঈম শেখ এবং সৌম্য সরকারকে।

জিম্বাবুয়ে সিরিজে এই দুই ব্যাটসম্যান ভালো খেললেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দুই জনই।

অন্যদিকে ছুটি কাটিয়ে আবারো নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরেছেন আরেক ওপেনার লিটন দাস। তাই তামিম ইকবালকে সহ বর্তমান টি-টোয়েন্টি দলে রয়েছেন চারজন ওপেনার।

অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে সর্বোচ্চ তিনজন ওপেনার ব্যাটসম্যান রাখতে পারবেন নির্বাচকরা। ১৫ সদস্যের স্কোয়াড হওয়ার কারণে বেশি ওপেনার রাখতে পারবেননা নির্বাচকরা।

তামিম ইকবাল, লিটন দাস, নাঈম শেখ এবং সৌম্য সরকার এই চারজনের মধ্যে কোন তিনজন থাকবেন বিশ্বকাপের স্কোয়াডে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে অটো চয়েস হিসেবেই থাকবেন তামিম ইকবাল। যদিও গত বছর মার্চে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তামিম।

তবে অভিজ্ঞতার বিচারে অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন তামিম ইকবাল। এছাড়াও সর্বশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম ইকবাল। ভারতে ওই টুর্ণামেন্টে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন তিনি।

তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তামিমের সাথে বেশি থাকার সম্ভাবনা রয়েছে লিটন দাসের। এবং তৃতীয় ওপেনার হিসেবে দেখা যেতে পারে নাঈম শেখকে। সেক্ষেত্রে ওপেনার বিবেচনায় দল থেকে বাদ পড়তে পারেন সৌম্য সরকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে জন্য বাংলাদেশ সম্ভাব্য স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন/তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে