ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: শেষ মূহুর্তে এসে স্থগিত হচ্ছে সিরিজ, করোনা আক্রান্ত এক টাইগার ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ আগস্ট ২৪ ১২:২৬:১৮
ব্রেকিং নিউজ: শেষ মূহুর্তে এসে স্থগিত হচ্ছে সিরিজ, করোনা আক্রান্ত এক টাইগার ক্রিকেটার

সাত সপ্তাহের ক্যাম্প করার জন্য এখন চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের এইচপি ইউনিট। সেখানে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে। ওয়ানডে সিরিজটি ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও ‘এ’ দলের ক্রিকেটার আবু জায়েদ চৌধুরী রাহী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আপাতত সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিসিবি সূত্র থেকে জানা গিয়েছে সব ক্রিকেটারের দুই দফা করোনা পরীক্ষা করানো হয়েছে। আবু জায়েদ চৌধুরী রাহীর মধ্যে দুই পরীক্ষাতেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া ‘এ’ দলের নাঈম হাসান এবং নাজমুল হোসেনের প্রথম দফার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসলেও দ্বিতীয় দফাতে নেগেটিভ এসেছে।

এর আগেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এ পেসার। গত বছর সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে