ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সব জল্পনা-কল্পনা শেষে বিশ্বকাপে তামিম খেলতে পারবেন কিনা জানিয়ে দিলেন আকরাম খান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ আগস্ট ২১ ১৪:৪৭:২৮
সব জল্পনা-কল্পনা শেষে বিশ্বকাপে তামিম খেলতে পারবেন কিনা জানিয়ে দিলেন আকরাম খান

ওয়ানডে অধিনায়ক তামিম এ বছর এক সাক্ষাৎকারে টি-টোয়েন্টি থেকে অবসরের ইঙ্গিত দেন। চোট আর বিশ্রামের কারণে দীর্ঘদিন ধরে এই ফরম্যাট খেলছেন না বলে প্রশ্ন উঠতেও সময় নেয়নি- তামিম কি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কি না।

চোটের কারণে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি তামিম, খেলা হবে না নিউজিল্যান্ডের বিপক্ষেও। সরাসরি বিশ্বকাপ দিয়েই ঘটাতে হবে প্রত্যাবর্তন। তামিমের চাচা ও সাবেক অধিনায়ক আকরাম খান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের ভূমিকা নিয়ে জানালেন, তামিমকে নিয়েই বিশ্বকাপ দল সাজানোর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ‘তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। যখন ফিট থাকবে ও তো খেলবেই। ও দলের সাথে থাকবে। ওর সমস্যা ইঞ্জুরি। সেটা নিয়ে ডাক্তার, ফিজিওর সাথে নিয়মিত নির্বাচকরা কথা বলছে। এটা নিয়ে সবাই সজাগ দৃষ্টি রাখছে। আশা করছি ফিট হয়ে যাবে।’

তামিমকে নিয়ে কোনো সংশয় দেখছেন না জানিয়ে আকরাম আরও বলেন, ‘না, আমি সংশয় দেখছি না। যেহেতু প্রতিষ্ঠিত খেলোয়াড় ও খুব ভালো খেলোয়াড়। ও ফিট থাকলে কোনো চিন্তার বিষয় নয়। ও থাকলে আমাদের জন্য তো ভালো।’

বিশ্বকাপে প্রতিটি দলের মূল স্কোয়াড হবে ১৫ সদস্যের। করোনার শঙ্কা তো আছেই, চোটের কারনেও বিশ্বকাপ চলাকালে খেলোয়াড় বদলের প্রয়োজন হতে পারে। তবে ১৫ জনের বেশি সদস্য বিশ্বকাপে নিয়ে গেলে বাড়তি খেলোয়াড়দের খরচ বহন করতে হবে বোর্ডকে। বিসিবির এতে কোনো আপত্তি নেই।

আকরাম বলেন, ‘নির্বাচক প্যানেল বা টিম ম্যানেজমেন্ট যদি বাড়তি ১-২ জন নিয়ে যেতে চায় এতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এটা সবসময় করে এসেছি, ভবিষ্যতেও করব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে