ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

অবিশ্বাস্য এক ওভারে ৪টি ও মোট ১৩টি নো বল করে লজ্জার বিশ্ব রেকর্ড গড়লেন বুমরাহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ আগস্ট ১৫ ১১:২২:০৫
অবিশ্বাস্য এক ওভারে ৪টি ও মোট ১৩টি নো বল করে লজ্জার বিশ্ব রেকর্ড গড়লেন বুমরাহ

গত এক দশকে কোনও টেস্টের একই দিনে বুমরাহর থেকে বেশি নো-বল আর কেউ করেননি। সেদিক থেকে লর্ডসে জসপ্রীত হতাশাজনক নজির গড়লেন বলা যায়।

একা বুমরাহই নন, দলগতভাবে কোনও টেস্টের এক দিনে এত নো-বল করার নজির সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি। ২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কা এক দিনে ১৫টি নো-বল করেছিল। ভারত লর্ডসের তৃতীয় দিনেই করে ১৪টি নো-বল। সবমিলিয়ে ভারত প্রথম ইনিংসে মোট ১৭টি নো-বল করে। বুমরাহর ১৩টি ছাড়া জাদেজা ২টি এবং ইশান্ত ও শামি ১টি করে নো-বল করেন। বুমরাহ তো এক ওভারে চারটি নো-বলের বিরল নজিরও গড়েন ক্রিকেটের মক্কায়।

বুমরাহর এমন নো-বলের বহর দেখে জাহির খানের দাবি, বুমরাহ হয় নিজের যথাযথ রান-আপ খুঁজে পাচ্ছিলেন না। নতুবা উইকেট নেওয়ার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছিলেন। জহির বলেন, ‘যদিও এটা যথাযথ বর্ণনা করা মুশকিল। কারণ, সবটাই রান-আপ সংক্রান্ত। তবে রান-আপের স্বাভাবিক ছন্দ, পদক্ষেপ ও যেখান থেকে ঝাঁকুনি নিচ্ছে, কোথাও একটা সমস্যা হচ্ছে।’

উল্লেখ্য, এদিন অ্যান্ডারসনকে এক ওভারে বাউন্সার ও ইয়র্কারে যারপরনাই বিব্রত করেন বুমরাহ। উল্লেখযোগ্য বিষয় হল, ইনিংসের ১২৬তম ওভারে চারটি নো-বল করেন জসপ্রীত। বুমরাহর সেই ওভারে মোট ১০টি ডেলিভারির মোকাবিলা করতে হয় অ্যান্ডারসনকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে