ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো নিউজিল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ আগস্ট ১০ ১১:১০:১৫
বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো নিউজিল্যান্ড

চলতি মাসের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে কিউইরা। বাংলাদেশ সফর শেষে দলটি যাবে পাকিস্তান সফরে। তবে এই দুই সফরের দলে নেই নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন। নেই টিম সাউদি, ট্রেন্ট বোল্টের মত তারকারাও।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অসমাপ্ত অংশ। নিউজিল্যান্ডের যে ক্রিকেটাররা আইপিএলে খেলার কথা, তারা বাংলাদেশ ও পাকিস্তান সফরে আসবেন না।

যদিও বিশ্বকাপ ও ভারত সিরিজের জন্য নিউজিল্যান্ড পূর্ণ শক্তির স্কোয়াড সাজিয়েছে। সেই দলে আছেন উইলিয়ামসন, বোল্ট, সাউদির মত বড় তারকাদের সবাই।

নিউজিল্যান্ডের বহর বাংলাদেশে পা রাখবে ২৪ আগস্ট। মূল লড়াইয়ে নামার আগে সফরকারী দল খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজের মত এই সিরিজের প্রতিটি ম্যাচও হবে দিবারাত্রির।

একনজরে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড স্কোয়াড : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ ব্যানেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ পেটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে