ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: অলিম্পিকে সোনা জিতে বিশাল বিপদে ব্রাজিল ফুটবল দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ আগস্ট ০৯ ১৫:৪৯:০২
ব্রেকিং নিউজ: অলিম্পিকে সোনা জিতে বিশাল বিপদে ব্রাজিল ফুটবল দল

সেখানে বলা হয়েছে, “অলিম্পিকে ব্রাজিল দলের স্পনসর সহ অন্যান্য ক্রীড়াবিদদের স্বার্থ সুরক্ষিত রাখতে ব্রাজিল অলিম্পিক কমিটি কী ব্যবস্থা নেবে, তা প্রকাশ করা হবে।”

স্পেনকে ফাইনালে হারিয়ে পুরস্কার নিতে যাওয়ার পরে ব্রাজিল ফুটবলারদের জানানো হয়েছিল, দেশের সরকারি ইউনিফর্ম পরেই পুরস্কার নিতে হবে। যে ইউনিফর্মের মূল স্পনসর চীনা সংস্থা পিক স্পোর্টস। তবে ফুটবলাররা সেই কথায় কর্ণপাত না করেই নাইকের জার্সিতে হাজির হন। জ্যাকেট কোমরে বাঁধা ছিল।

ব্রাজিল ফুটবলারদের পাল্টা বক্তব্য, দেশের ফুটবল সংস্থার কথা অনুযায়ীই তাঁরা সমস্ত কিছু করেছে। ব্রাজিলের একশ্রেণির প্রচারমাধ্যমে আবার জানানো হয়েছে, পুরস্কার গ্রহণের সময়ে যে সরকারি ইউনিফর্ম পরতে হবে, সেটা তাদের আগেভাগে জানানো হয়নি।

ব্রাজিলিয়ান সাঁতারু সরাসরি নিজের টুইটার প্রোফাইলে লিখেছেন, ব্রাজিল ফুটবলারদের বার্তা খুব পরিস্কার, ওঁরা দেশের অলিম্পিক দলের সদস্য হতে চায়না। এটা নিয়ে ওঁরা ভাবিতও নয়।

এমন ঘটনায় অবশ্য বেশ ফাঁপরে পড়েছে ব্রাজিল অলিম্পিক কমিটি। পিক স্পোর্টস, অন্যান্য স্পনসর সংস্থার তরফে তাঁদের বিরুদ্ধে চুক্তি বিচ্ছেদ করা হতে পারে। আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারে ব্রাজিল অলিম্পিক সংস্থা।

ভবিষ্যতে স্পনসর পাওয়ার ক্ষেত্রেও এই ঘটনা সমস্যায় ফেলতে পারে তাঁদের। এর আগে ব্রাজিল ফুটবল দল নাইকের জার্সিতে ২০০৮ এবং ২০১৬-র অলিম্পিকে নাইকের জার্সিতে খেলেছিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে