ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ব্রেকিং নিউজ: মারা গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ আগস্ট ০৯ ১৪:১৭:৪৬
ব্রেকিং নিউজ: মারা গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা

বার্তা সংস্থা এএনআইসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম অনুপম শ্যামের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। খলনায়ক হিসেবে সুপরিচিত এ অভিনেতার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন অনুপম শ্যাম। ডায়ালাইসিসও চলছিল। জীবনের শেষ মাসগুলো চিকিৎসার খরচ মেটাতে সংকটে পড়ে গিয়েছিল তাঁর পরিবার।

অনুপম শ্যাম নিজেই জানিয়েছিলেন, শুটিং শেষ করে হাসপাতালে ডায়ালাইসিস করাতে যান তিনি। অর্থকষ্ট আছেন। এ পরিস্থিতিতেই সপ্তাহখানেক আগে অবস্থার অবনতি হলে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন অনুপম শ্যাম। চলছিল ডায়ালাইসিস। অভিনেতা সোনু সুদ এ অভিনেতার পাশে দাঁড়ান।

গত বুধবার সনু সুদ টুইটারে জানান, তিনি অনুপমের পরিজনদের সঙ্গে যোগাযোগ করছেন। মুম্বাই চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পী সমিতিও একসময় অভিনেতার পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। চিকিৎসা চলছিল। কিন্তু তত দিনে দেরি হয়ে গেছে। শরীর দিন দিন খারাপ হতে থাকে। গতকাল রাতে আর চিকিৎসায় সাড়া দিলেন না।

প্রায় চার দশক ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত ছিলেন অনুপম শ্যাম। চলচ্চিত্র ও টেলিভিশন—দুই মাধ্যমে সমানতালে অভিনয় করেছেন। ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘ব্যান্ডিট কুইন’, ‘লগান’, ‘দুশমন’, ‘সত্য সংগ্রাম’, ‘হাজার চৌরাশি কি মা’, ‘নায়ক’, ‘শক্তি’, ‘পাপ’, ‘শ্যাম দস্তক’-এর মতো ব্যবসাসফল ছবিতে কাজ করেছেন অনুপম শ্যাম।

‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’তে ঠাকুর সজ্জন সিংয়ের ভূমিকায় তাঁর অভিনয় এতটাই জনপ্রিয় হয়েছিল যে ছোট পর্দার শিল্পীরা তাঁকে এই নামেই ডাকতেন। স্থানীয় অনেক খল অভিনেতা তাঁকে অনুকরণ করে গোঁফ রাখাও শুরু করেছিলেন।

গতকাল রাতে বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক স্মৃতিচারণায় অভিনেতা যশপাল শর্মা জানিয়েছেন, শারীরিক অসুস্থতাকে আমলে না নিয়ে কাজ চালিয়ে যেতেন অনুপম শ্যাম।

হাসপাতাল থেকে যশপাল এএনআইকে বলেন, ‘শেষ ছবির শুটিংয়ে আসতেন ডায়ালাইসিস ও ইনজেকশন নিয়ে। আজ শুনলাম শরীর বেশি খারাপ। তাই তড়িঘড়ি হাসপাতালে ছুটে এসেছি। দেখে মনে হলো বেঁচে আছেন এবং নিশ্বাস নিচ্ছেন। পরে চিকিৎসকেরা জানালেন যে তিনি আর আমাদের মধ্যে নেই। খুব খারাপ লাগছে। অভিভাবকের মতো ছিলেন তিনি।’ শোক প্রকাশ করেছেন অভিনেতা মনোজ জোশি, অশোক পণ্ডিতসহ অনেকেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে