ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

টোকিও অলিম্পিক: স্বপ্নের ফাইনালে আজ শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, দেখেনিন সময়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ আগস্ট ০৭ ১০:১৫:২৮
টোকিও অলিম্পিক: স্বপ্নের ফাইনালে আজ শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, দেখেনিন সময়

সেমিফাইনালের লড়াইয়ে গত মঙ্গলবার (৩ আগস্ট ২০২১) মেক্সিকোকে পরাজিত করে ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে শুরু হয় অতিরিক্ত ৩০ মিনিটের লড়াই। যেখানেও গোলের দেখা পায়নি কোন দল।

ফলে ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারণী পদ্ধতি টাইব্রেকারে। যেখানে মেক্সিকোকে ১-৪ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালের টিকেট হতে পায় গত অলিম্পিকের স্বর্ণজয়ীরা।

অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে জাপানকে হারায় স্পেন। এই ম্যাচেও নির্ধারিত সময়ের খেলা থাকে গোলশূন্য ড্র। অতিরিক্ত সময়ের ১১৫তম মিনিটে করা মার্কো এসেন্সিওর গোলে জয় তুলে নেয় স্প্যানিশরা।

আজকের ম্যাচে জিতলে টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিকের ফুটবল ইভেন্টের স্বর্ণপদক ঘরে তুলবে ব্রাজিল। এর আগে ২০০৪ ও ২০০৮ সালে সর্বশেষ দল হিসেবে টানা দুইবার অলিম্পিকের স্বর্ণ পদক জয় করে আর্জেন্টিনা।

কি হবে আজকের ম্যাচে? ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো স্বর্ণ পদক ঘরে তুলবে ব্রাজিল নাকি তাদেরকে হতাশায় ভাসিয়ে শেষ হাসি হাসবে স্প্যানিশরা। জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে