ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

চরম দু:সংবাদ: কাজ হারাবে ৯০ হাজার প্রবাসী ঘোষনা দিল সৌদি সরকার

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুলাই ২৯ ২৩:০১:৩১
চরম দু:সংবাদ: কাজ হারাবে ৯০ হাজার প্রবাসী ঘোষনা দিল সৌদি সরকার

অর্থাৎ ফাইনান্স বিভাগে ও বীমা অর্থাৎ ইনস্যুরেন্স বিভাগে মোট প্রবাসী কর্মীদের প্রায় দশমিক ৯ শতাংশ কর্মরত রয়েছেন। বর্তমানে এই দুটি সেক্টর মিলিয়ে প্রায় ৮৭ হাজার ৬০০ জন পুরুষ প্রবাসী কর্মী ও ৩ হাজার জন নারী প্রবাসী কর্মী কর্মরত রয়েছেন।

ইতিমধ্যেই সৌদি আরবের কেন্দ্রী ব্যাংক এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড এর সাথে একটি যুগ্ন মেমোরেন্ডাম স্বাক্ষরিত করেছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এই মেমোরেন্ডাম সৌদি আরবের সকল সেক্টরে সৌদিকরণ এর লক্ষ্যে কর্ম পরিকল্পনা বৃদ্ধি করবে।

এর পাশাপাশি বিভিন্ন সেক্টরে সৌদিকরণ করার লক্ষ্যে ট্রেইনিং এর মাধ্যমে সৌদি নাগরিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়। ভিশন ২০৩০ এর অংশ হিসেবে বিভিন্ন সেক্টরে সৌদিকরণ এর পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে, এবং ফাইনান্স এবং ইনস্যুরেন্স সেক্টর এর মতো আরো কিছু সেক্টর সম্পূর্ণরূপে সৌদিকরণ করার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে