ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

দর্শকদের আপত্তিতে ইউটিউব থেকে সরানো হলো নিশো-মেহজাবীনের নাটক ‘ঘটনা সত্য’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুলাই ২৭ ১৩:০৬:২৮
দর্শকদের আপত্তিতে ইউটিউব থেকে সরানো হলো নিশো-মেহজাবীনের নাটক ‘ঘটনা সত্য’

মূলত জীবন ঘনিষ্ঠ কাহিনি নিয়ে তৈরি নাটকটির শেষ অংশের একটি বার্তা নিয়েই সমালোচনার ঝড় ওঠে । প্রতিবন্ধী শিশুকে পাপের ফল বলে মন্তব্য করা হয় সেখানে।

এতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে, গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় ও তুমুল আপত্তি উঠেছে। একাধিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে ইতোমধ্যে।

সেসব সমালোচনা ও আপত্তির প্রেক্ষিতে ইউটিউব থেকে ‘ঘটনা সত্য’ নাটকটি সরিয়ে ফেলা হয়েছে। মঈনুল সানুর চিত্রনাট্যে নাটকটি প্রচার হয়েছিল চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে।

এতে ফারহান নিশো অভিনয় করেছেন গাড়িচালকের চরিত্রে আর মেহজাবীন গৃহপরিচারিকার ভূমিকায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে