২২ জুলাই মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ ১৬টি দল, দেখেনিন চুড়ান্ত সময় সূচি
২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে আগামী ২৩ জুলাই শুরু হচ্ছে ক্রীড়াযজ্ঞটি। তবে তার একদিন আগে ২২ জুলাই শুরু হবে অলিম্পিক ফুটবলের জমজমাট আসর।
এবারের অলিম্পিক ফুটবলের অংশগ্রহণ করছে কোপা আমেরিকার দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ব্রাজিল-আর্জেন্টিনা। এছাড়াও স্পেন, জার্মানির মতো দলও অংশ নিতে যাচ্ছে। সব মিলিয়ে ৪ টি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬ টি দল খেলবে এবারের অলিম্পিকে।
যেখানে গ্রুপ এ’ তে আছে এশিয়ান পরাশক্তি স্বাগতিক জাপান, তাদের সঙ্গে একই গ্রুপে লড়াই করবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপ এ’ এর অন্য দুই দল হল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। গ্রুপ বি’তে খেলবে রোমানিয়া, হন্ডুরাস, কোরিয়া ও নিউজিল্যান্ড।
লিওনেল মেসিদের আর্জেন্টিনা আছে গ্রুপ সি’তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে মিশর,অস্ট্রেলিয়া ও স্পেন। গ্রুপ ডি’তে লড়বে দুই পরাশক্তি ব্রাজিল ও জার্মানি। এই গ্রুপে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির সঙ্গে মাঠে লড়াই করবে পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট ও মধ্যপ্রাচ্যের সৌদি আরব।
অলিম্পিক ফুটবলে সময়সূচি(বাংলাদেশ সময়ানুযায়ী)
বৃহস্পতিবার, ২২ জুলাই
মিশর বনাম স্পেন (গ্রুপ সি) – দুপুর ১.৩০ মিনিট, সাপ্পোরো গম্বুজ স্টেডিয়াম।
নিউজিল্যান্ড বনাম দক্ষিণ কোরিয়া (গ্রুপ বি) – দুপুর ২ টা, ইবারাকী কাশিমা স্টেডিয়াম।
মেক্সিকো বনাম ফ্রান্স (গ্রুপ এ) – দুপুর ২ টা, টোকিও স্টেডিয়াম।
আইভরি কোস্ট বনাম সৌদি আরব (গ্রুপ ডি) – দুপুর ২.৩০ মিনিট, আন্তর্জাতিক স্টেডিয়াম।
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া (গ্রুপ সি) – বিকেল ৪.৩০ মিনিট, সাপ্পোরো গম্বুজ স্টেডিয়াম।
জাপান বনাম দক্ষিণ আফ্রিকা (গ্রুপ এ) – বিকেল ৫ টা, টোকিও স্টেডিয়াম।
হন্ডুরাস বনাম রোমানিয়া (গ্রুপ বি) – ৫ টা, ইবারাকী কাশিমা স্টেডিয়াম।
ব্রাজিল বনাম জার্মানি (গ্রুপ ডি) – বিকেল ৫.৩০ মিনিট, আন্তর্জাতিক স্টেডিয়াম।
২৫ জুলাই রবিবার
মিশর বনাম আর্জেন্টিনা (গ্রুপ সি) – দুপুর ১.৩ মিনিট, সাপ্পোরো গম্বুজ স্টেডিয়াম।
নিউজিল্যান্ড বনাম হন্ডুরাস (গ্রুপ বি) – দুপুর ২ টা, ইবারাকী কাশিমা স্টেডিয়াম।
ফ্রান্স বনাম দক্ষিণ আফ্রিকা (গ্রুপ এ) – দুপুর ২ টা, সায়তামা স্টেডিয়াম।
ব্রাজিল বনাম আইভরি কোস্ট (গ্রুপ ডি) – দুপুর ২.৩০ মিনিট, আন্তর্জাতিক স্টেডিয়াম।
অস্ট্রেলিয়া বনাম স্পেন (গ্রুপ সি) – বিকেল ৪.৩০ মিনিট, সাপ্পোরো গম্বুজ।
জাপান বনাম মেক্সিকো (গ্রুপ এ) – বিকেল ৫ টা, সায়তামা স্টেডিয়াম।
রোমানিয়া বনাম দক্ষিণ কোরিয়া (গ্রুপ বি) – বিকেল ৫ টা, ইবারাকী কাশিমা স্টেডিয়াম।
সৌদি আরব বনাম জার্মানি (গ্রুপ ডি) – বিকেল ৫.৩০ মিনিট, সাইতামা স্টেডিয়াম।
বুধবার, ২৮ জুলাই
সৌদি আরব বনাম ব্রাজিল (গ্রুপ ডি) – দুপুর ২ টা, সায়তামা স্টেডিয়াম।
জার্মানি বনাম আইভরি কোস্ট (গ্রুপ ডি) – দুপুর ২ টা, মিয়াগি স্টেডিয়াম
রোমানিয়া বনাম নিউজিল্যান্ড (গ্রুপ বি) – দুপুর ২ টা, সাপোরো গম্বুজ স্টেডিয়াম।
দক্ষিণ কোরিয়া বনাম হন্ডুরাস (গ্রুপ বি) – দুপুর ২.৩০ মিনিট, আন্তর্জাতিক স্টেডিয়াম।
অস্ট্রেলিয়া বনাম মিশর (গ্রুপ সি) – বিকেল ৫ টা, মিয়াগি স্টেডিয়াম।
স্পেন বনাম আর্জেন্টিনা (গ্রুপ সি) – বিকেল ৫ টা, সায়াতামা স্টেডিয়াম।
দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকো (গ্রুপ এ) – বিকেল ৫.৩০ মিনিট, আন্তর্জাতিক স্টেডিয়াম।
ফ্রান্স বনাম দক্ষিণ আফ্রিকা (গ্রুপ এ) – ৫.৩০ মিনিট, সাপ্পোরো গম্বুজ স্টেডিয়াম।
শনিবার, ৩১ জুলাই
প্রথম কোয়ার্টারফাইনাল – দুপুর ২ টা, মিয়াগি স্টেডিয়াম।
দ্বিতীয় কোয়ার্টারফাইনাল – দুপুর ৩ টা, ইবারাকী কাশিমা স্টেডিয়াম।
তৃতীয় কোয়ার্টারফাইনাল – বিকেল ৪ টা, সায়তামা স্টেডিয়াম।
চতুর্থ কোয়ার্টারফাইনাল – বিকেল ৫ টা, আন্তর্জাতিক স্টেডিয়াম।
মঙ্গলবার, ৩ রা আগস্ট
প্রথম সেমিফাইনাল – দুপুর ২ টা, ইবারাকী কাশিমা স্টেডিয়াম।
দ্বিতীয় সেমিফাইনাল – বিকেল ৫ টা, সায়তামা স্টেডিয়াম।
শুক্রবার, ৬ আগস্ট
ব্রোঞ্জ মেডেল ম্যাচ – বিকেল ৫ টা, সায়তামা স্টেডিয়াম।
শনিবার, ৭ ই আগস্ট
স্বর্ণপদক ম্যাচ – বিকেল ৫.৩০ মিনিট, আন্তর্জাতিক স্টেডিয়াম।
The mens football groups for the 2020 Tokyo Summer Olympics ????
Who's taking home the Gold Medal? ???? pic.twitter.com/8mfLUXyjel
— International Champions Cup (@IntChampionsCup) April 21, 2021
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের নতুন বার্তা
- আজ ২২-১১-২০২৫ তারিখ, জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট কত
- বাড়লো সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- আরও বাড়লো সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- আজ ২২/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- আজ ২৩-১১-২০২৫ তারিখ, জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট কত
- সত্য না গুজব: ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস
- ব্রেকিং নিউজ: প্রধান উপদেষ্টার পদত্যাগ, জানা গেল খবরের সত্যতা
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট, জেনেনিন আজকের রেট কত
- চরম দু:সংবাদ: সৌদি হাসপাতালকে লক্ষ্য করে ড্রোন হামলা, ৩০ জন নিহত, আহত বহু
- বাড়লো সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: ওবায়দুল কাদেরের পরিবারে নেমে এলো শোকের কালো ছায়া
- শাহজালাল বিমানবন্দরে বিমানটিকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বা হিনী, সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার
- সরকারি কর্মচারীদের ভাতা যা জানালেন প্রেস সচিব শফিকুল আলম
- ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা