ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: মাহমুদউল্লাহর অবসরে যাবে কিনা সরাসরি যে সিদ্ধান্ত জানালো বিসিবি পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুলাই ১০ ১০:০৮:৪৯
ব্রেকিং নিউজ: মাহমুদউল্লাহর অবসরে যাবে কিনা সরাসরি যে সিদ্ধান্ত জানালো বিসিবি পাপন

দীর্ঘ ১৭ মাস পর সাদা পোশাকের ফরম্যাটে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে স্কোয়াডে না থাকলেও পরবর্তিতে তাকে স্কোয়াডে নেয়ার পরও নির্বাচকদের ভূমিকা নিয়ে উঠেছিল নানা প্রশ্ন।

সাদা পোশাকের ফরম্যাটে ফেরার জন্য মাহমুদউল্লাহ রিয়াদ যে কতটা মুখিয়ে ছিলেন সেটার আভাস মিলেছে ব্যাট হাতে তার ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫০ রানের ইনিংসের পরই। তবে তৃতীয় দিনের খেলা শেষে ড্রেসিং রুমে সতীর্থদের সাথে কথা বলার সময় মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন তিনি টেস্ট ক্রিকেটে আর খেলছেন না।

মাহমুদল্লাহ রিয়াদের এমন মন্তব্যের পর হইচই পড়ে যায় ক্রিকেট পাড়ায়। যা টের পান বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন নিজেও। রিয়াদের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ব্যাপারটা অবশ্য নিছক গুঞ্জন হিসেবেই দেখছেন পাপন। কেননা জিম্বাবুয়ে সফরে যাবার আগে রিয়াদ বোর্ডের কাছে লিখিত দিয়ে গেছেন সব ফরম্যাটেই খেলতে চান তিনি এমনটা জানিয়েছেন পাপন।

প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে পাপন বলেন,

‘’আমাকে অফিশিয়ালি কেউ কিছু বলেননি। তবে একজন ফোন করে জানিয়েছে, এই টেস্টের পর আর সে (মাহমুদউল্লাহ) টেস্ট খেলতে চায় না। ড্রেসিংরুমে নাকি সবাইকে সে এটা বলেছে। কিন্তু আমার কাছে এটা খুবই অস্বাভাবিক লেগেছে।

খেলা তো এখনো শেষ হয়নি! আমরা তো এবার ওদের সবার কাছ থেকেই লিখিত নিয়েছি ভবিষ্যতে তারা কে কোন ফরম্যাটে খেলতে চায়। জিম্বাবুয়ে যাওয়ার চার–পাঁচ দিন আগে এটা নেওয়া হয়েছে। রিয়াদ (মাহমুদউল্লাহ) লিখেছে সে তিন ফরম্যাটেই খেলতে চায়। টেস্টের ক্ষেত্রে লিখেছে, সুযোগ পেলে আমি খেলতে চাই। সে জন্যই তাকে টেস্টে নেওয়া হলো।‘’

জিম্বাবুয়ে সিরিজের আগে নাজমুল হাসান পাপন আলাদাভাবে রিয়াদকে বাসায় ডেকে দুইবার জিজ্ঞেস করেছেন টেস্ট ফরম্যাটে তিনি খেলতে যান কিনা। বিসিবি বসের এমন প্রশ্নেও নাকি টেস্ট খেলার সম্মতি প্রদান করেছিলেন রিয়াদ।

পাপনের ভাষ্য, ‘’আমি তাকে আমার বাসায় দুবার ডেকে জিজ্ঞেস করেছি এবং সে আমাকে নিশ্চিত করেছে সে টেস্ট খেলতে চায়। আমি তাকে জিজ্ঞস করেছি, প্রয়োজনে তুমি বল করবে তো? সে বলেছে, সে বলও করবে। ও এখন অবসরের কথা বলেছে, এটা তাই আমার কাছে একেবারেই আশ্চর্য লাগছে।‘’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে