ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

তাসকিনের নাচে রেগে গেলেন মুজারাবানি, ভিডিও ভাইরাল দেখুন এখানে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুলাই ০৮ ১৫:৩০:৪০
তাসকিনের নাচে রেগে গেলেন মুজারাবানি, ভিডিও ভাইরাল দেখুন এখানে

বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে সকালটা সেই রিয়াদ খেলছেন মাথা উঁচু করে। সঙ্গে চমক তাসকিন আহমেদের ব্যাটিং! এরইমধ্যে এক খন্ড নাটকও হয়ে গেলো স্পোর্টস ক্লাব মাঠে!

তখন ইনিংসের ৮৫তম ওভারের চতুর্থ বলে। ব্লেসিং মুজারাবানি বল হাতে। তারই একটা বাউন্সার ছেড়ে দিলেন ব্যাটসম্যান তাসকিন। তারপর হাত দিয়ে কিছুটা নাচের মতো ভঙ্গি করলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। এক পলকে দেখার মতো সেই দৃশ্য।

কিন্তু এরপরই ঘটল আরেক কাণ্ড! তাসকিনের সেই নাচ পছন্দ হলো না মুজারাবানির! তিনি এগিয়ে আসলেন তাসকিনের দিকে। তারপর লেগে গেল ঝগড়া। হেলমেট একদম মুজারাবানির মুখে লাগিয়ে তাকে শাসিয়ে দিলেন তাসকিন। যা কিনা দ্রুত ফেসবুকে ভাইরাল।

অনেকে তো আবার এটিকে সিনেমা দৃশ্যের সঙ্গে তুলনা করলেন! এনিয়ে হাস্যরসও হলো না। অবশ্য টেলিভিশনের পর্দায় দেখে ঠিক আঁচ করা গেলো না কী কথা হয়েছে তাসকিন-মুজারাবানির! তবে কথার যুদ্ধটা যে জমেছে তা তো বলাই যায়!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে