ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

বিদেশফেরতদের বিশাল বড় সুখবর দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ৩০ ২১:১৮:৪৬
বিদেশফেরতদের বিশাল বড় সুখবর দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, কঠোর লকডাউনের কারণে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বাতিল ঘোষণা করছে সরকার। তবে শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সজবাজার গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। এ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বিমানের টিকিটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরাই ভ্রমণের সুযোগ পাবেন।

সংস্থাটি আরো জানায়, আগামী ১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে বাতিল করা ফ্লাইটগুলোর টিকিটধারী সব যাত্রী এ টিকিটের মাধ্যমে কোনো ধরনের অতিরিক্ত চার্জ দেওয়া ছাড়াই পরে (বিমানের আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সাতদিন মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে