ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

নিশ্চিত মৃত্যু জেনেও বিয়ে করলেন মিথিলা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ২৯ ১৫:০১:৩৫
নিশ্চিত মৃত্যু জেনেও বিয়ে করলেন মিথিলা

‘সুখী আত্মা’ নামের নাটকটির চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অলোক হাসান। এ নাটকের গল্পে পার্থ বড়ুয়ার চরিত্রের নাম অমিয়, আর মিথিলা আছেন মিথি চরিত্রে।

গল্পে দেখা যাবে, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন অমিয়। একইসঙ্গে কবরফলক লেখেন। অফিসের বস একদিন তাকে নিজ মেয়ের কবরের জন্য একটি ফলক লিখে দিতে বলেন। মেয়ের নাম মিথি। চিকিৎসক জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত মিথি বেশি দিন বাঁচবেন না।

বেঁচে থাকতে সে দেখে যেতে চায় তার সমাধিতে কী লেখা থাকবে! ঘটনার এক পর্যায়ে অমিয়র সঙ্গে দেখা করেন মিথি। দুজনের মধ্যে সম্পর্ক হয়। তবে পরিবারের বাধা উপেক্ষা করেন অমিয়কে বিয়েও করেন তিনি। কিন্তু বাসর রাতেই মারা যায় মিথি!

এই নাটকের মাধ্যমে দীর্ঘ আট বছর পর আবারও জুটি বাঁধলেন জনপ্রিয় দুই তারকা সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া ও রাফিয়াত রশিদ মিথিলা। আগামী ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে