ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: আইপিএলকে নিষিদ্ধের দাবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ২৯ ১১:১১:৫৮
ব্রেকিং নিউজ: আইপিএলকে নিষিদ্ধের দাবি

ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক ক্রিকেটার মাইকেল হোল্ডিংও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবেই নিজেকে পরিচিতি করেছেন। কিন্তু তাকে কখনোই আইপিএলে দেখা যায়নি, আর ভবিষ্যতেও যে দেখা যাবে না সেটা নিশ্চিত করেছেন হোল্ডিং নিজেই। কারণ, হোল্ডিং জানিয়েছেন, তিনি শুধু ক্রিকেটেই ধারাভাষ্য দেন।

অর্থ্যাৎ আইপিএলকে ক্রিকেটই মনে করেন না হোল্ডিং, এমন কি আইপিএল, সিপিএলের মতো ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ গুলোকে নিষিদ্ধ করার দাবিও তুলেছেন মাইকেল হোল্ডিং। তার মতে, আইপিএলের মতো টুর্নামেন্টের কারণে ওয়েস্ট ইন্ডিজের মতো দল কখনোই টেস্টে নিজেদের শীর্ষ স্থান অর্জন করতে পারবে না।

মাইকেল হোল্ডিং বলেনঃ

“আপনি যখন কোন টি-টোয়েন্টি টুর্নামেন্ট জিতবেন, সেটা কিন্তু আপনাকে পুনরুজ্জীবিত করবে না, এমন কিএটা ক্রিকেটও নয়। এই টি-টোয়েন্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থান দখল করা খুব কঠিন হতে চলেছে।”

আইপিএলের টাকার ঝনঝনানি ও বোর্ড গুলোর বেতন দিতে না পারার কারণে দেশের খেলা ছেড়ে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট গুলোকে বেছে নিচ্ছেন বলে জানিয়েছেন মাইকেল হোল্ডিং। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও সেটাই করছে বলে মনে করেন দেশটির সাবেক এই ক্রিকেটার।

টি-টোয়েন্টি লিগ গুলোর নিষিদ্ধ দাবি করে হোল্ডিং জানানঃ

“বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলি নিষিদ্ধ করা করা উচিত। যখন একটি দরিদ্র দেশ, যারা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের মতো পারিশ্রমিক দিতে পারে না. তখন সেই দেশের খেলোয়াড়রা টি-টোয়েন্টি খেলতে যাবেই। ওয়েস্ট ইন্ডিজ এবং অন্যরা সেটাই করছে।”

ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, সুনিল নারাইনরা দেশের খেলা ছেড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে বেছে নেওয়ার জন্য তাদের দোষ না দিয়ে প্রশাসক দায়ী করছেন। কারণ তারা ক্রিকেটারদের স্বার্থ না দেখে নিজেদের আলমারি ভরাচ্ছেন, আর ক্রিকেটারদের টাকার জন্য আইপিএলের মতো টুর্নামেন্টকে বেছে নিতে হচ্ছে।

প্রশাসকদের দায়ী করে হোল্ডিং বলেনঃ

“আপনি যখন ছয় সপ্তাহের মধ্যে ৬ লক্ষ থেকে ৮ লাখ ডলার উপার্জন করবেন, তখন আপনি কি করবেন? আমি ক্রিকেটারদের দোষ দিচ্ছি না।

আমি প্রশাসকদের দোষ দিচ্ছি। তারা মুখে টেস্ট ক্রিকেট নিয়ে অনেক কথা বললেও, আখেরে নিজেদের আলমারিতে টাকা ভরা ছাড়া কিছুই করে না। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় পাচ্ছে। অথচ টেস্ট ক্রিকেট খেলার জন্য তাদের কখনও চাপ দেওয়া হয় না।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে