ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: নতুন চমকে জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের ১৭ সদস্যের ওয়ানডে দল ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ২৩ ১৬:১০:৪১
ব্রেকিং নিউজ: নতুন চমকে জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের ১৭ সদস্যের ওয়ানডে দল ঘোষণা

স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন শামীম হোসেন। তাকে টি-২০ দলে রাখা হয়েছে। এছাড়া তিন ফরম্যাটের দলেই আছেন সাকিব আল হাসান। অবশ্য মুশফিকুর রহিম টি-২০ সিরিজে খেলবেন না।

একনজরে দেখে নিন বাংলাদেশের স্কোয়াড:

ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এ সফরে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-২০খেলবে টাইগাররা। আগামী ৭ জুলাই টেস্ট ম্যাচ দিয়ে এ সফরের শুরু হবে।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের বিবৃতি অনুযায়ী, টেস্ট শেষে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ জুলাই তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-২০ হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ জুলাই।

দিনের আলোতেই সবগুলো ম্যাচ হবে। বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে হবে ওয়ানডে ও টেস্ট ম্যাচ। আর টি-২০ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা থেকে।

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):

একটি টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট

প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিটদ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিটতৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট

প্রথম টি-টোয়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিটদ্বিতীয় টি-টোয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিটতৃতীয় টি-টোয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট

এর বাইরে টেস্টের আগে ৩ ও ৪ জুলাই একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজের আগে ১৪ জুলাই হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। সবগুলো ম্যাচই হারারে স্পোর্টস ক্লাব মাঠে হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে