ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

নিজের স্টাইলে ব্যাটিং করে আজ মাঠ ছাড়লেন সাব্বির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ২২ ১৮:১০:৪১
নিজের স্টাইলে ব্যাটিং করে আজ মাঠ ছাড়লেন সাব্বির

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ওল্ড ডিওএইচএসের ইনিংস পড়ে বৃষ্টির বাগড়ায়। এতে প্রতি ইনিংসের দৈর্ঘ্য ২ ওভার করে কমে যায়। নির্ধারিত ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান জড়ো করে ওল্ড ডিওএইচএস।

দলের পক্ষে অর্ধশতক হাঁকান আনিসুল ইসলাম ইমন। ৩৯ বলের মোকাবেলায় ৬টি চার ও ১টি ছক্কায় ৫১ রান করেন তিনি। মাহমুদুল হাসান জয় এদিন ৩১ বল খেলে করেছেন মাত্র ২০ রান। এছাড়া ১৬ বলে ২০ রান করেন আলিস আল ইসলাম।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৮ রানে জাকের আলীকে হারায় রূপগঞ্জ। তবে আজমির আহমেদকে সাথে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন ওয়ান ডাউনে নামা সাব্বির রহমান। ৩১ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন তিনটি চার হাঁকানো সাব্বির।

তবে তার সাবধানী ব্যাটিং দলের বিপর্যয় প্রতিরোধ করে। ব্যাট হাতে চওড়া ছিলেন মেহেদী মারুফ। তিনটি ছক্কা ও একটি চারের সহায়তায় ২২ বলে ৩০ রান করে তিনিও ফেরেন সাজঘরে।

শেষদিকে আল আমিনের ৮ বলে ৭ ও অধিনায়ক নাঈম ইসলামের ১৪ বলে ২৭ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট ও ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। ওল্ড ডিওএইচএসের পক্ষে তিনটি উইকেট শিকার করেন আব্দুর রশিদ।

সংক্ষিপ্ত স্কোর

টস : লিজেন্ডস অব রূপগঞ্জ

ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব : ১১৭/৬ (১৮ ওভার)আনিসুল ৫১, আলিস ২০*হোসেন ২৩/৩, নাঈম ১২/২

লিজেন্ডস অব রূপগঞ্জ : ১২৪/৪ (১৭.১ ওভার)সাব্বির ৩০, মারুফ ৩০, নাঈম ২৭*রশিদ ২২/৩, পায়েল ১৯/১

ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে