ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের ২২ সদস্যের দল চুড়ান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ২২ ১৮:০০:০২
জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের ২২ সদস্যের দল চুড়ান্ত

জিম্বাবুয়েতে গিয়ে কত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সেই তথ্য এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সঠিকভাবে জানায়নি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আর এটা ঠিক হওয়ার পরেই জিম্বাবুয়ের বিপক্ষে দল চূড়ান্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির ভিতরের খবর যদি কোয়ারেন্টাইন খুব কম সময়ের অর্থাৎ এক থেকে তিন দিনের জন্য হয়, তাহলে আগে টেস্ট দল যাবে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর দেয়া তথ্য অনুযায়ী, সে সংখ্যা হবে ১৬ জনের। আর কোয়ারেন্টাইন দীর্ঘ হলে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; তিন সিরিজের দল একসঙ্গে যাবে। সে বহরে খেলোয়াড় সংখ্যা অন্তত ২২-২৩ জনের কম হবে না।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজের বাকি দুইটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ জুলাই। ওয়ানডের পর সর্বশেষ মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। যেখানে প্রথম ম্যাচ ২৩ জুলাই। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৫ ও ২৭ জুলাই। এরপর দেশে ফিরবে বাংলাদেশ।

টেস্ট স্কোয়াড:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।

ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

টি-২০ স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মাহেদী শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফরের পূর্ণাঙ্গ সূচি প্র

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে