ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

রাশিয়াকে বিদায় করে পরের পর্বে ডেনমার্ক, দেখেনিন ইউরোর পয়েন্ট টেবিলে জার্মানি পর্তুগালসহ অন্যদের অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ২২ ১১:০৯:২১
রাশিয়াকে বিদায় করে পরের পর্বে ডেনমার্ক, দেখেনিন ইউরোর পয়েন্ট টেবিলে জার্মানি পর্তুগালসহ অন্যদের অবস্থান

ফুটবল মাঠের ৯০ মিনিটের লড়াইয়ে সব হিসেবই ওলটপালট হয়ে যেতে পারে। যেমন হল ইউরো কাপের রাশিয়া বনাম ডেনমার্ক ম্যাচে। রাশিয়া এ দিন ডেনমার্কের চেয়ে কিছুটা হলেও এগিয়ে ছিল। কারণ ডেনমার্ককে যেখানে বড় ব্য়বধানে ম্যাচ জিততেই হতো, সেখানে রাশিয়া ড্র করলেই পরের পর্বে চলে যেত। কিন্তু ড্যানিশ ঝড়ে রাশিয়া যেন একেবারে ছত্রখান হয়ে গেল। ৪-১ উড়ে গেল তারা।

হয়তো দেওয়ালে পিঠ ঢেকে গিয়েছিল বলেই কোনও কিছু না ভেবে সোজা আক্রমণের পথ বেছে নিয়েছিল ডেনমার্ক। আক্রমণে আক্রমণে রাশিয়ার রক্ষণে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল তারা। যার ফল তারা হাতেনাতেই পেয়েছে।

৩৮ মিনিটেই মিকেল ডামসগারডের গোলে এগিয়ে যায় ডেনমার্ক। বিরতির আগে তাও খেলার ফল ১-০ ছিল। দ্বিতীয়ার্ধে রাশিয়া গোলশোধ করবে কী, ড্যানিশ ঝড় সামলাতে গিয়েই তারা নাজেহাল হয়ে উঠেছিল।

ম্যাচের ৫৯ মিনিটে ইউসুফ পালসেন ২-০ করেন। যদিও এর পর পেনাল্টি থেকে এক গোলশোধ করে রাশিয়া। কিন্তু যে টিমটা ড্র করলেই ইউরোর পরের পর্বে যেতে পারত, তাদের মধ্যে সেই তাগিদটা চোখে পড়েনি। বরং ফিনল্যান্ড এবং বেলজিয়ামের বিরুদ্ধে যে ডেনমার্ক মুখ থুবড়ে পড়েছিল,

তারাই রাশিয়াকে ৪ গোল দিয়ে সরাসরি পরের পর্বে পৌঁছে গেল। ডেনমার্কের হয়ে পরের দু'টো গোল করেন আন্দ্রিয়াস ক্রিস্টটেনসেন (৭৯ মিনিটে) এবং জোয়াকিম মেলে (৮২ মিনিটে)।

গ্রুপ-'বি'তে যেটা সবচেয়ে মজার বিষয়, সেটা হল দুই, তিন এবং চারে থাকা দলের পয়েন্ট সমান। ডেনমার্ক, ফিনল্যান্ড এবং রাশিয়া, প্রত্যেকেরই পয়েন্ট ৩ করে। এই গ্রুপের শীর্ষে থাকা বেলজিয়ামের পয়েন্টই একমাত্র ৯। তারা তিনটে ম্যাচেই জিতেছে।

বাকি তিন দলের সমান পয়েন্ট হলেও, গোল পার্থক্যের কারণে রাশিয়া যেমন টুর্নামেন্ট ছিটকে গেল, তেমনই তিনে থাকা ফিনল্যান্ডের ভাগ্য আপাতত ঝুলে থাকল। আবার রাশিয়ার বিরুদ্ধে ৪-১ জিতে গোল পার্থক্য কমিয়ে নেয় ডেনমার্ক। যার নিট ফল, শেষ ষোলোয় জায়গা করে নেয় তার। উল্টোদিকে রাশিয়ার গোল পার্থক্য বাড়ে। ফিনল্যান্ডের আবার ২-০ বেলজিয়ামের কাছে হারার ফলে, তাদেরও গোল পার্থক্য বেড়ে গিয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে