ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: বার্সায় এক সাথে খেলবেন মেসি-রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ২১ ১৮:৫১:৩৫
ব্রেকিং নিউজ: বার্সায় এক সাথে খেলবেন মেসি-রোনালদো

কী সেই অসম্ভব কর্মটি? একই সঙ্গে, একই দলে কাঁধে কাঁধ মিলিয়ে খেলছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। এটা শুধু স্বপ্নেই কল্পনা করা যায়, বাস্তবে কী সম্ভব? বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা সেটাকেই সম্ভব করার চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন।

আগামী মৌসুমের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে ন্যু ক্যাম্পে নিয়ে আসা যায় কি না সে চিন্তা শেয়ার করেছেন তিনি তার বোর্ডের বাকি সদস্যদের কাছে।

স্প্যানিশ পত্রিকা এএস-এর ফুটবল বিষয়ক লেখক হ্যাভিয়ের জি ম্যাটালান্স একটি কলামে এ তথ্যই জানিয়েছেন সেটাকে আবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন জনপ্রিয় ইউরোপিয়ান ফুটবল লেখক, সাংবাদিক, ব্রডকাস্টার এবং লা লিগা বিশেষজ্ঞ বেন হাওয়ার্ড।

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে তিন মৌসুম কাটানোর পর ক্রিশ্চিয়ানো রোনালদো এই মৌসুমে সিরি-আ ছেড়ে যাচ্ছেন, এটা এখন পুরোপুরি প্রতিষ্ঠিত। জুভেন্টাস যে উদ্দেশ্য নিয়ে রোনালদোকে দলভূক্ত করেছিল, তার কিছুই অর্জিত হয়নি।

বরং, আখেরে তাদের লাভের চেয়ে লসই হয়েছে বেশি। টানা ৯ বছর সিরি-আ জয়ের পর ১০মবার জিততে পারলো না তারা। বরং, সদ্য সমাপ্ত মৌসুমে কোনোমতে চতুর্থ স্থান অর্জন করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এসব কারণে জুভরাও আর চাচ্ছে না রোনালদো তুরিনে থাকুক। ক্লাবের অনাগ্রহ এবং রোনালদোরও প্রায় সিদ্ধান্ত পাকাপাকি, তিনি আর জুভেন্টাসে থাকবেন না। তবে তিনি কোথায় যাবেন, সেটা এখনও পুরোপুরি অনিশ্চিত।

এরই মধ্যে শোনা যাচ্ছে, তিনি যেতে পারেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। আবার শোনা যাচ্ছে ফিরতে পারেন ম্যানইউতে। কিছুদিন আগে শোনা গিয়েছিল, তার নিজের সবচেয়ে পুরনো ক্লাব এফসি পোর্তোতেই ফিরে যেতে পারেন সিআর সেভেন। যদিও তার কিছুই এখনও চূড়ান্ত নয়।

বিস্তারিত আসছে....

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে