ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

জিম্বাবুয়ে সফরে পাল্টে গেলো বাংলাদেশ দলের ‘টিম লিডার’ নতুন নাম ঘোষণা করলো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ২১ ১৫:১৩:২৫
জিম্বাবুয়ে সফরে পাল্টে গেলো বাংলাদেশ দলের ‘টিম লিডার’ নতুন নাম ঘোষণা করলো বিসিবি

অতীতে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে ছিলেন খালেদ মাহমুদ। এমনকি খণ্ডকালীন কোচের পদেও ছিলেন তিনি। রাসেল ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পরই জাতীয় দল থেকে সরে যান এ বোর্ড পরিচালক এবং সাবেক ক্রিকেটার। তবে সবকিছু ভুলে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের টিম লিডার হিসেবে দলের সঙ্গে যান তিনি।

মূলত তাঁর কাজ ছিল দলে কী হচ্ছে না হচ্ছে সেই রিপোর্ট বিসিবি প্রধানের কাছে জমা দেওয়া। এমনকি কোচের পারফরম্যান্সের মূল্যায়নও তিনিই করেছেন। তবে এক সিরিজের ব্যবধানে সেই পদ থেকে অব্যাহতি দিলেন সুজন। জানা যায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে সম্পর্কের টানাপোড়নে জিম্বাবুয়ে সফরে টিম লিডারের পদে থাকছেন না তিনি।

খালেদ মাহমুদের বিষয়টি বেশ গুরুত্ব দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। যে কারণে তাঁর পরিবর্তে বিসিবির আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকে প্রস্তাব দিলে সেই প্রস্তাবে রাজি হন তিনি। আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন এ বোর্ড পরিচালক।

“বোর্ড সভাপতি বলেছেন জিম্বাবুয়ে সিরিজে টিম লিডার হিসেবে পাঠাতে চান, আমিও রাজি হই।”

ডমিঙ্গোর সঙ্গে খালেদ মাহমুদের সম্পর্কের টানাপোড়ন আরও আগে থেকেই। তবে মিডিয়ায় লঙ্কা সফরে কোচ হিসেবে ডমিঙ্গোকে বেশ ভালোভাবে মূল্যায়ন করেন তিনি। এর আগে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সঙ্গে টিম লিডার হিসেবে গিয়েছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে