ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

নিজের দেয়া কথা রাখলেন মেসি ভিডিও হল ভাইরাল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ২১ ১৪:৫৩:০৩
নিজের দেয়া কথা রাখলেন মেসি ভিডিও হল ভাইরাল

বিষয়টি নজরে আসার পর মেসি জানিয়েছিলেন, সেখানে অটোগ্রাফ দিতে চান তিনি। যেমন কথা তেমন কাজ। অনুশীলনের ফাঁকে ভক্তের পিঠে অটোগ্রাফ দিয়েছেন তিনি।

কোপা আমেরিকা খেলতে বর্তমানে ব্রাজিলে অবস্থান করছেন মেসি। ব্রাসিলিয়ায় গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে।

মঙ্গলবার (২২ জুন) বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে গড়াবে। মানে গারিঞ্চা স্টেডিয়ামে নামার আগে অনুশীলন করছিলেন মেসি।

করোনা পরিস্থিতিতে মুখে মাস্ক পরে ওই ভক্তের সঙ্গে দেখা করেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী। কড়া নিরাপত্তার মধ্যে প্রিয় তারকাকে কাছ দেখে দেখার সুযোগ হয় অনেকের।

এর আড়ে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টেসের এক প্রতিবেদনে ভক্তের বিষয়টি তুলে ধরে। ইনস্টাগ্রামে তা দেখে মেসি নিজেই মন্তব্য করেছিলেন, নিজ চোখে দেখতে চান তিরি।

তিনি বলেছিলেন, ‘অসাধারণ ট্যাটু। আমার পছন্দ হয়েছে। আমি দেখতে চাই আর স্বাক্ষর করতে চাই।’

২০১৭ সালে এল ক্লাসিকো খ্যাত রিয়াল-বার্সা ম্যাচে গোল দিয়ে মেসির উদযাপন

এদিকে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত সমতায় ফেরে চিলিয়ানরা। এতে পয়েন্ট ভাগ করতে হয় লিওনেল স্কালোনির শিষ্যদের।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলেছে আলবেসিলেস্তেরা। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দেয় তারা। মেসির করা ক্রসে হেডের মাধ্যমে গোল করেন মিডফিল্ডার গুইডো রদ্রিগেজ। দুই ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছেন আর্জেন্টাইন দলপতি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে