ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এক নিমিষেই চোখের সামনে চারতলা ভবন ধসে পড়ল রাজশাহীতে, জেনেনিন সর্বশেষ অবস্থা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ২০ ২৩:০৮:২২
এক নিমিষেই চোখের সামনে চারতলা ভবন ধসে পড়ল রাজশাহীতে, জেনেনিন সর্বশেষ অবস্থা

তিনি আরও বলেন, ৬০ ফিট দৈর্ঘ্য ও ৪০ ফিট প্রস্থের পরিত্যক্ত ভবনটিতে কেউ বসবাস করতেন না। তবে ভবনটির নিচতলায় তিনটি প্রাইভেট কার ও দুটি ভ্যান রাখা ছিল। চারতলা ভবনটি পুরোপুরি ধসে পড়ায় এগুলো ছাদের নিচে পড়ে রয়েছে।

দিদারুল ইসলাম আরও বলেন, মৃত আক্তারুজ্জামান বাবলু ভবনটির মালিক ছিলেন। পরবর্তীতে তার ভাই নুরুজ্জামান পিটার এ ভবনের মালিক হন। এটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

তিনি বলেন, সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। ভবনটি প্ল্যান বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছিল। তাছাড়া ভবনটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে