ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পরীমনিকে নিয়ে গাওয়া হিরো আলমের গান ভাইরাল

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ১৮ ১৮:০৭:৩৬
পরীমনিকে নিয়ে গাওয়া হিরো আলমের গান ভাইরাল

এই গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে তা ভা’ইরা’ল হয়ে যায়। আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত প্রায় অর্ধ লাখ মানুষ গাটি শুনেছেন। গানটির কথা এরকম- ‘শিল্পী হয়ে শিল্পের প্রতি অ’সম্মান সইব না / শিল্পী হয়ে শিল্পীর অপ’মান সইব না / উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি।’

এই গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন মোমো রহমান। ‘নারী জাতি মায়ের জাতি আর রবে না বঞ্চিত / পরীমণিরা সব বি’চার পাবে কেউ রবে না অবহে’লিত / উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’- এভাবেই সুরে সুরে প্রতি’বাদ জানান হিরো আলম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে