ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

এইমাত্র পাওয়া: মালয়েশিয়ায় মাইজি ৬ নম্বর ভিসা নিয়ে পাওয়া নতুন খবর

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ১৫ ২০:১৩:২১
এইমাত্র পাওয়া: মালয়েশিয়ায় মাইজি ৬ নম্বর ভিসা নিয়ে পাওয়া নতুন খবর

২০১৬ সালে প্রায় ৬ লাখ বাংলাদেশি প্রবাসী এই রি-হায়ারিং প্রক্রিয়ায় বৈধ হয়েছিলেন। রি-হায়ারিংয়ের মাধ্যমে বৈধ হওয়া কর্মীরা জানান, লেভী বা ভিসা নবায়ন প্রক্রিয়ায় একজন সুস্থ ও ফিট কর্মী ১০ বার অথবা ১০ বছর পর্যন্ত প্রতি বছর লেভী পরিশোধ করে ভিসা নবায়ন ও কাজ করার নিয়ম ছিল। তবে মাইজির ভিসা শর্ত বলছে অবৈধদের বৈধতা পাবে ৫ বছরের জন্য।

সেই শর্তসাপেক্ষ মেনেই ২০১৬ সালে বৈধ হয়েছিল মালয়েশিয়ায় থাকা অবৈধ শ্রমিকরা। ৫ বছর পর মাইজি আবার নতুন করে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টর সাথে চুক্তিবদ্ধ হলে পূনরায় আগামী ৫ বছর ভিসা নবায়ন করতে পারবে মাইজি আন্ডারে থাকা ভিসাধারীগণ। মহামারি করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়া বেকারত্বের সংখ্যা বৃদ্ধি।

কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইউরোপ, ইউএসএ সহ বিভিন্ন দেশ থেকে কর্ম হারিয়ে মালয়েশিয়ার নাগরিকরা দেশে ফেরত ও অর্থনৈতি সংকট মোকাবিলায় লোকাল নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে গত বুধবার মন্ত্রীসভার বৈঠকে আগামী ১লা জানুয়ারি ২০২২ সাল পযন্ত মাইজির ৬ নম্বর ভিসা নবায়ন স্থগিত করা হয়।

এবং স্থানীয় নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থার করে যদি মালিক চাই তাহলে বিদেশি শ্রমিক নিয়োগ দিতে পারবে। তবে এই শ্রমিক নিয়োগ পদ্ধতি হবে বার্ষিক ভিসা নবায়নের নতুন পদ্ধতিতে ( মাল্টি টায়ার লেভি ) বা বহু স্তর লেভি পরিশোধ।

শনিবার (৫ জুন) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান পূনরায় এক বিবৃতিতে বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ও মালিক পক্ষের আবেদন বিবেচনা করে বিদেশি কর্মীদের ভিসার নবায়নে, লেভী বা নতুন শুল্ক পরিশোধ ব্যবস্থাটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত নতুন লেভি (শুল্ক) সিস্টেমটি স্থগিত করা হয়েছিল। মাইজি ৬ নম্বর ভিসা নবায়ন করতে এখন আর বাঁধা রইলনা। আগের নিয়মেই নেভি পরিশোধ করে ভিসা নবায়ন করতে পারবে। তবে ২০২২ সালে ১ লা জানুয়ারি থেকে মাইজির ভিসা নবায়নে অবশ্যই বহু স্তর লেভি ( মাল্টি টায়ার লেভি) পদ্ধতি অনুসরণ করতে হবে ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে