ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: আর খেলবেন না মুস্তাফিজ সরাসরি জানিয়ে দিলেন নিজেই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ১৫ ১৫:২৭:৩৪
ব্রেকিং নিউজ: আর খেলবেন না মুস্তাফিজ সরাসরি জানিয়ে দিলেন নিজেই

ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজ। ৭টি জয়ের মধ্যে ৬টি জয়েই বল হাতে অবদান রেখেছেন এ বাঁহাতি পেসার। তবে সর্বশেষ দুই ম্যাচে মাঠে নামেননি মুস্তাফিজ। তাহলে কী আবারো ইনজুরিতে পড়েছেন এ পেসার? হ্যাঁ, মূলত পিঠে ব্যথার কারণে সর্বশেষ দুটি ম্যাচে একাদশে দেখা যায়নি তাঁকে।

টুর্নামেন্টের অন্যতম সেরা দল- আবাহনী লিমিটেডের বিপক্ষে প্রথমে পিঠের ব্যথার কারণে মাঠে নামেননি তিনি। তাঁকে ছাড়াই ওই ম্যাচে আবাহনীর কাছে হেরেছে প্রাইম ব্যাংক। এরপর মাঠে দেখা যায়নি ওল্ডডিওএইচএসের বিপক্ষে ম্যাচেও। তাঁর অনুপস্থিতিতে প্রাইম ব্যাংককে বল হাতে নেতৃত্ব দিয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম এবং অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।

মূলত পিঠের ব্যথা দেখা দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে। যে কারণে ওই ম্যাচে একাদশে থাকলেও বল করা হয়নি তাঁর। সর্বশেষ মাঠে নেমেছিলেন সাভারে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। ওই ম্যাচে বল হাতে চার ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন এ বাঁহাতি পেসার।

তাঁকে ছাড়াই বর্তমানে লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক। ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে প্রাইম ব্যাংক। আর তাই সুপার লিগে যাওয়া নিশ্চিতই প্রাইম ব্যাংকের জন্য। সুপার লিগ নিশ্চিত হওয়ায় তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিয়ে চাইছে না প্রাইম ব্যাংক। যে কারণে লিগ পর্বের বাকি দুই ম্যাচে নাও দেখা যেতে পারে তাঁকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে