ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: আম্পায়ারদের ছাড় দেয়া হবে না বলে কঠিন সিদ্ধান্ত নিলেন বিসিবি বস পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ১২ ২১:১২:২৪
ব্রেকিং নিউজ: আম্পায়ারদের ছাড় দেয়া হবে না বলে কঠিন সিদ্ধান্ত নিলেন বিসিবি বস পাপন

আম্পায়ারিং নিয়ে ডিপিএলে মোহামেডান-আবাহনী খেলায় সাকিব আল হাসান অসন্তোষ জানালে তা বড় ইস্যু হয়ে ওঠে। মেজাজ হারানোয় সাকিব শাস্তি পেলেও বোর্ড আম্পায়ারিং নিয় অসন্তোষের বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে। এরই ধারাবাহিকতায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন।

শনিবার (১২ জুন) সিসিডিএম চেয়ারম্যান ইনাম আহমেদ এবং টেকনিক্যাল কমিটির সভাপতি জালাল ইউনুসের সাথে সভায় বসেন বিসিবি সভাপতি। এ সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার ‘মূল উৎস’ জানতে চান পাপন।

ইনাম বলেন, ‘বোর্ড সভাপতি এটা নিয়ে ভাবছেন এবং পুরো বিষয় জানতে চেয়েছেন। উনি এই ঘটনার মূল কারণ জানতে চান। ৩ দিন পর আমাদের বোর্ড মিটিং আছে। তার আগেই উনি তদন্ত করতে বলেছেন।’

৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিতে ইনাম ও জালাল ছাড়াও আছেন বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ও শেখ সোহেল এবং বিসিবির প্রধান ম্যাচ রেফারি ও সাবেক ক্রিকেটার রকিবুল হাসান। ইনাম জানান, ‘আমরা সব ক্লাবের ম্যানেজার এবং অধিনায়কদের নিয়ে বসব আগামী দুই দিনের মধ্যে। যদি ডিপিএলের খেলার কোনো ইস্যু, পরিস্থিতি, সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকে আমরা সেটা শুনবো।

আমরা ভালোভাবে লিগ চালাতে চাই। অনেকে অনুরোধ করেছে লিগটা হতে হবে, আমরা অনেক খরচ করে সুন্দর করে লিগটা করছি। আমাদের খেলাগুলো পিচ ভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে অনেক উন্নতি করা হয়েছে। এতকিছু যখন করা হচ্ছে, এরপর এমন হলে লিগে মানে কি? বোর্ড সভাপতি প্রশ্ন করেছেন, এরকম হলে লিগ চালানোর দরকার কি?’

সাকিবের ক্ষোভ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপিএলের আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। বিষয়টি গুরুত্বের সাথে দেখছে বিসিবিও। ইনাম বলেন, ‘আমরা ১৫ তারিখের বোর্ড সভায় রিপোর্ট উনাকে দিতে পারব, আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে বা কি করতে হবে।

বোর্ড সভাপতি আম্পায়ারিং নিয়ে অনেক গুরুত্বের সাথে নিচ্ছেন। তিনি পরিপূর্ণ রিপোর্ট চান, তদন্ত চান। তার কথা হল কেন এমন হচ্ছে যেখানে আমরা এত খেয়াল করে লিগটা চালাচ্ছি। আমরা সব ক্লাবের সাথে বসব এবং কথা বলব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে