ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

আবারও নতুন একটি দলকে ‘সেভেন আপ’এর স্বাদ দিল জার্মানি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ০৮ ১১:৪৬:৩২
আবারও নতুন একটি দলকে ‘সেভেন আপ’এর স্বাদ দিল জার্মানি

সেই ম্যাচের মর পর এবার জার্মানদের নির্মম ফুটবল দেখল লাটভিয়া। ইউরো কাপের আগে দারুণ প্রস্তুতিও সারল ইওয়াথিম লুভের দল। ঘরের মাঠ এসপ্রিত এরেনায় সোমবার রাতে গোলের উৎসবে মেতে থাকা জার্মানদের হয়ে গোল করেন টমাস মুলার, সের্গে জিনাব্রি, ইলকাই গিনদোয়ান, রবিন গোজেন্স, টিমো ভেরনার ও লেরয় সানে। বাকি গোলটা অবশ্য প্রতিপক্ষের আত্মঘাতী।

ম্যাচের প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায় রবিন গোজেন্সের গোলে এগিয়ে যায় জার্মানরা। এরপর ২১ মিনিটে ইলকাই গিনদোয়ান ও ২৭ মিনিটে টমাস মুলারের গোলে ৩-২ ব্যবধান পায় স্বাগতিকরা।

প্রথমার্ধে হয় আরও দুটি গোল। ৩৯ মিনিটের মাথায় হাভার্টজের নেওয়া শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান লাটভিয়ার গোলরক্ষক রবার্ত ওজলস। এরপর ৪৫ মিনিটের মাথায় জিনাব্রির গোলে বিরতির আগে ব্যবধান হয় ৫-০।

বিরতির পর পাঁচ মিনিটের মাথায় গোল পান বদলি নামা টিমো ভেরনার। তবে একটা গোল শোধ করতে পারে লাটভিয়া। ম্যাচের ৭৫ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে ব্যবধান কমান লাটভিয়ার মিডফিল্ডার সাভেলিয়েভস। গোল শোধের এক মিনিট পরই আবার বল জালে পাঠান বদলি খেলোয়াড় সানে। তাতে দুর্বিষহ ৭-১ গোলে হেরে মাঠ ছাড়ে লাটভিয়া।

আগামী ১৫ জুন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর পথচলা শুরু করবে জার্মানি। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ও হাঙ্গেরি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

৪ হাজার শেয়ার ক্রয়

৪ হাজার শেয়ার ক্রয়

নিজস্ব প্রতিবেদক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যানের ৪ হাজার শেয়ার ক্রয়: শেয়ারবাজারে নতুন আস্থা আইপিডিসি ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান আরিফুল ইসলাম নিজের প্রতিষ্ঠানে আরও... বিস্তারিত