ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

সবাধান: করোনায় বেহাল অবস্থা রাজশাহীর

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ জুন ০২ ১৫:৫০:৫৯
সবাধান: করোনায় বেহাল অবস্থা রাজশাহীর

মৃতদের মধ্যে পাঁচজনের করোনাভাইরাস পজিটিভ ও দুইজনের উপসর্গ ছিল। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, রাজশাহীর তিনজন ও নাটোরের একজন।

শামীম ইয়াজদানী বলেন, বুধবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন ১৭ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৯ জন ও নাটোর, জয়পুরহাট ও পাবনার একজন করে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১১ জন।

গত ১০ দিনে এখানে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন মারা গেছেন।

এই ১০ দিনে বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে মৃত্যুর হার সবচেয়ে বেশি বলে জানান হাসপাতাল প্রধান।

বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৪২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জের ১৯৬ জন। এছাড়াও রাজশাহীর ১২৩ জন, নওগাঁর ১৫, নাটোরের ২৩, জয়পুরহাটের ১৪, বগুড়ার ১৭, সিরাজগঞ্জের ১৪ ও পাবনার ২৫ জন।

একই সময় রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও নাটোরে একজন মারা গেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে