ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

আইসিসি সুপার লিগ ও বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ২৭ ১০:৪৭:২৭
আইসিসি সুপার লিগ ও বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ

বিশ্বকাপ সুপার লিগের আওতায় থাকা প্রতিটি ম্যাচে জয়ী দলের জন্য বরাদ্দ দেয়া থাকে ১০ পয়েন্ট। যেখানে বাংলাদেশ দল ইতোমধ্যেই ৮ ম্যাচের মধ্যে অর্জন করেছে ৫০ পয়েন্ট। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নেয় টাইগাররা।

অন্যদিকে বিশ্বকাপ সুপার লিগের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৮ দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। এখানে অবশ্য ভারতের জন্য রয়েছে ভিন্ন নিয়ম। বিশ্বকাপের আয়োজক দেশ হওয়াতে ভারত সরাসরি বিশ্বকাপ খেলবে কোনো প্রকার পয়েন্ট টেবিলের হিসেব ছাড়াই।

টেবিলের শীর্ষে থাকা ৮ দলের সাথে বাকি দুই দলকে খেলে আসতে হবে কোয়ালিফাই রাউন্ড। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে চলা লিগগুলো থেক শীর্ষে থাকা দলগুলোর সাথে কোয়ালিফাই রাউন্ড জিততে পারলে তবেই মিলবে ভারতের টিকিট!

হিসেব অনুযায়ী বাংলাদেশ দলের সামনে আগামী ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বেশ কিছু হোম এবং এওয়ে সিরিজ রয়েছে। যেখানে ভারত, পাকিস্তান অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মত দলের সাথেও রয়েছে সিরিজ।

ফলে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে শুধু হোম সিরিজেই নয় এওয়ে সিরিজগুলোতেও সমান তালে লড়াই করতে হবে বাংলাদেশকে।

প্রসঙ্গত, বাংলাদেশ দল সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে এওয়ে সিরিজের তিন ম্যাচের সবগুলোতেই হেরে বসেছে। যেখানে ৩০ পয়েন্ট থেকে খালি হাতেই ফিরতে হয়েছে টাইগারদের।

অন্যদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর শ্রীলঙ্কার সাথেও সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২০ পয়েন্ট নামের সাথে যুক্ত করেছে তামিম ইকবালের দল। তাই সিরিজের শেষ ম্যাচেও যদি জয় পাওয়া যায় তাহলে শীর্ষে থাকার সাথে ইংল্যান্ডের সাথে ব্যবধানটাও বেড়ে যাবে বাংলাদেশের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে