ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ব্রেকিং নিউজ: ১ম ওয়ানডে ম্যাচ শেষে হেড কোচ ডমিঙ্গোকে নিয়ে নতুন জানালো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ২৪ ১১:৩৬:৫৩
ব্রেকিং নিউজ: ১ম ওয়ানডে ম্যাচ শেষে হেড কোচ ডমিঙ্গোকে নিয়ে নতুন জানালো বিসিবি

গত ২০১৯ বিশ্বকাপের পর হেড কোচ স্টিভ রোডসকে ছাটাই করার পর নতুন করে দায়িত্ব অর্পণ করা হয় ডমিঙ্গো কাছে। তবে তার অধীনে বাংলাদেশ দলের আহামরী কোন সাফল্য না আসায় তার কোচিং নিয়ে ওঠে নানা প্রশ্ন।

সাম্প্রতিক সময়ে জোর গুঞ্জন ওঠে আগামী ২০২৩ বিশ্বকাপের আগে ডমিঙ্গোকে ছাটাই করে নেয়া হবে নতুন কোচ। সেই সাথে বিসিবির সাথে তার চুক্তির মেয়াদ শেষ হবার কারনে গুঞ্জন আরও জোড়ালো হয়। তবে নতুন খবর হলো ডমিঙ্গো সাকিব-তামিমদের হেড কোচের দায়িত্ব পালন করবেন আরও কিছুদিন।

বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠের লড়াইয়ে মগ্ন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছেন এখনই হেড কোচের জায়গায় পরিবর্তন আসছে না। করোনাকালে অন্য বিদেশি কোচ পাওয়া কষ্টসাধ্য বলেও যুক্তি দেখান বিসিবি বস।

পাপনের ভাষ্য, ‘’এখানে ২-৩টা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে আমরা তার সাথে চুক্তি নবায়ন করব কি করব না। এটা একটা ইস্যু। দ্বিতীয় কথা হচ্ছে যদি আমরা নবায়ন না করি তাহলে বিকল্প একটা থাকতে হবে। থাকতে হবে তো? ব্যাক আপ কিছু একটা থাকতে হবে। এই কোভিড পরিস্থিতিতে বিশ্বকাপের আগে এমন কোন কিছু আমাদের মাথায় নেই। এটাই বাস্তবতা।‘’

শুধু রাসেল ডমিঙ্গোই নয়, তার সাথে কোচিং স্টাফের আরেক সদস্য ব্যাটিং কোচ জন লুইসও থাকছেন এমনটাই ইঙ্গিত মিলেছে বিসিসবি প্রেসিডেন্টের কথায়। পাপন আরও বলেন, ‘’এখন পর্যন্ত টেস্ট করার সুযোগই পাচ্ছি না।

আমি যদি বলি আমার ব্যাটিং খারাপ হলো কিভাবে? ও (জন লুইস) তো আমাকে বলবে, ‘দেখো, কি শট খেলেছে। এ সময়ে কেউ এই শট খেলে। এখন তোমার খেলোয়াড়দেরকে কি আমার এটা শিখিয়ে দিতে হবে যে এটা খেলতে হবে না এই সময়ে গিয়ে?’ তখন আমি বলব কী?’’

‘’আগে তো বুঝতে হবে সমস্যাটা কোথায়। কাজেই এটা খেলোয়াড়দের সাথেও বসা দরকার। আমি তো খেলোয়াড়দের সাথেও বসতে পারছি না। আমার তো আসলে সবাইকে নিয়ে বসতে হবে। আমি তো বসতেই পারছি না কোভিডের জন্য। কি এক বায়োবাবল করে রেখেছে, ঢুকতে দেয় না। আমাকেও ঢুকতে দেয় না।‘’-যোগ করেন পাপন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে