ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

সৌদি বাসীর বিদেশ ভ্রমণ সৌদি সরকারের নতুন আইন জারি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ০৬ ০০:৩৮:১১
সৌদি বাসীর বিদেশ ভ্রমণ সৌদি সরকারের নতুন আইন জারি

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মূলত তিন ধরনের নাগরিক বিদেশভ্রমণ করতে পারবেন, যারা কোভিড-১৯ টিকার দুই ডোজ নিয়েছে, যারা অন্তত ১৪ দিন আগে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে এবং যারা গত ছয় মাসের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে।

এছাড়াও টিকা কার্যক্রমের আওতার বাইরে থাকা ১৮ বছরের কম বয়সী সৌদিরাও বিদেশ ভ্রমণ করতে পারবেন। তবে তাদের ক্ষেত্রে দেশটির কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত বিমা পলিসি থাকতে হবে বলে জানায় সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

গত মাসে পবিত্র রমজানকে সামনে রেখে কোভিড-১৯-এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা সম্পন্নদের জন্য স্বাস্থ্যবিধি মেনে উমরাহ পালনের অনুমতি দেয় সৌদি আরব।

উল্লেখ্য, সৌদি আরব গত বছর মহামারি করোনাভাইরাসের প্রকোপ শুরুর পরপরই নাগরিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়।

তিন কোটি ৪২ লাখ জনগোষ্ঠীর দেশটিতে ৯ লাখের বেশি মানুষকে কোভিড-১৯-এর টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত দেশটিতে চার লাখ ১৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় সাত হাজার মানুষের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে